ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যুর পাঁচদিন পর অবশেষে যুবকের দেহ ফিরলো সামসেরগঞ্জে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যুর পাঁচদিন পর অবশেষে যুবকের দেহ ফিরলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। শনিবার বিকেল নাগাদ বলবলপাড়া গ্রামে পৌঁছায় সাদ্দাম শেখ নামে ২৬ বছরের ওই যুবকের নিথর দেহ। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ভিনরাজ্যে কাজে গিয়ে এভাবে কফিনবন্দি হয়ে ফেরত আসার ঘটনায় কার্যত শোকাচ্ছন্ন গোটা এলাকা।
উল্লেখ করা যেতে পারে, বেশকিছুদিন আগেই বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তামিলনাড়ু রাজ্যের কাঞ্জিপুরাম জেলার শ্রীপেরামবাদুড় থানা এলাকায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের চাচন্ড পঞ্চায়েতের বলবলপাড়া গ্রামের সাদ্দাম সেখ নামে ওই যুবক। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। মৃত্যুর খবর বাড়িতেই পৌঁছাতেই পরিবারে কান্নার রোল পরে যায়।
আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ
এদিকে যুবকের মৃত্যুর পরে দেহ নিয়ে আসা নিয়ে কার্যত সমস্যায় পড়ে যান পরিবারের সদস্যরা। তখনই তাদের পাশে এসে দাঁড়ান এলাকার সমাজকর্মী কাদিরুল ইসলাম। তিনি তামিলনাড়ু রাজ্যের লেবার কমিশনার থেকে শুরু করে বাংলার লেবার ডিপার্টমেন্টের আধিকারিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন সাংসদ খলিলুর রহমানের সঙ্গেও। অবশেষে মেটে জট। শুক্রবারই যুবকের দেহ ময়নাতদন্ত শেষে ফ্লাইটে পাঠানো হয় কলকাতায়। এদিনই গ্রামের কবরস্থানে কবরস্থ করা হয় তাকে। ভিনরাজ্যে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় কার্যত শোকের ছায়া নেমে আসে।