ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনায় কড়া সুরে অমর্ত্য সেনের প্রতিবাদ

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনায় কড়া সুরে অমর্ত্য সেনের প্রতিবাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের প্রতি হওয়া অবিচার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, “বাঙালিদের উপর অত্যাচার বা অবহেলা মেনে নেওয়া যায় না। এই ধরনের অন্যায়ের অবসান ঘটাতে হবে।” শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ভারতের প্রতিটি নাগরিক দেশের যেকোনো জায়গায় সমান অধিকার রাখে। শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলের অধিকার নয়।”

সেন আরও বলেন, “সব মানুষকে সম্মান দেওয়াই প্রথম কর্তব্য। বিশেষত দেশের মানুষের যাতে তাদের অধিকার ও মর্যাদা দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। বাঙালি শ্রমিকদের প্রতি কোনও রকম বৈষম্য বা হেনস্থা হওয়া কাম্য নয়।” তিনি প্রশাসনিক আধিকারিকদের স্বাগত জানান এবং ১৯ আগস্ট পর্যন্ত শান্তিনিকেতনে থাকার কথা জানান।

বাংলা ভাষার প্রতি অবহেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলা ভাষা অত্যন্ত মূল্যবান। আমাদের সাহিত্য ও সংস্কৃতির মূল ভিত্তি এই ভাষা। রবীন্দ্রনাথ, নজরুলসহ অসংখ্য মনীষীর সৃষ্টি এই ভাষায় সঞ্চারিত হয়েছে। তাই বাংলা ভাষার যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।”

ভারতের সংবিধানকে উল্লেখ করে তিনি বলেন, “ভারত একটি একক নয়, যুক্তরাষ্ট্র যার সব নাগরিকের গোটা দেশের উপর সমান অধিকার রয়েছে। এই ঐক্য ও সম্মান রক্ষা করাই দেশের ভিত্তি।” তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি শ্রমিকদের উপর হওয়া নির্যাতন ও ভাষার অবহেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এসব ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top