ভিন রাজ্যের রেল লাইনের ধারে উদ্ধার বাঙালি শ্রমিকের দেহ, তদন্তের দাবি তুললেন বিধায়ক। ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে রেল লাইনের ধারে উদ্ধার হল এক পরিযায়ী শ্রমিকের দেহ।গত ২৮ জুন পুণের তিনতৌলি স্টেশনের নিকটে রেল পুলিশ দেহটি উদ্ধার করে।খবর দেওয়া হয় তার সহকর্মীদের।পরে খবর আসে মালদহের চাঁচল থানার মেঘডুমরা গ্রামের বাড়িতে।আজ মৃত শ্রমিকের পরিবারের সাথে দেখা করলেন মালতী পুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি।
মৃত শ্রমিকের নাম মদন ঘোষ(২৮) পরিবার সূত্রে জানা গেছে,মাস কয়েক আগে সংসারের আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিল মদন।সম্প্রতি বাড়ি ফিরছিল গত ২৮ জুন।তারপরেই রেললাইনের ধারে দেহ উদ্ধারের খবর পায় পরিবার।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়ি পৌঁছায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানানোর পাশাপাশি শ্রমিক মৃত্যুর কারণ নিয়ে তদন্তের দাবী তুললেন বিধায়ক।
এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতী পুরের বিধায়ক আব্দুর রহিম বকশী বলেন, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকরা নিরাপদ না। তাই শ্রমিক রা কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়াই শ্রমিকরা কাজ পাচ্ছে না তাই তারা ভিন রাজ্যে যাওয়ার রাস্তা বেছে নিচ্ছেন আর সেখানে গিয়েও তারা সুরক্ষিত নন।
আরও পড়ুন – বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার!
উল্লেখ্য, ভিন রাজ্যের রেল লাইনের ধারে উদ্ধার বাঙালি শ্রমিকের দেহ, তদন্তের দাবি তুললেন বিধায়ক। ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে রেল লাইনের ধারে উদ্ধার হল এক পরিযায়ী শ্রমিকের দেহ।গত ২৮ জুন পুণের তিনতৌলি স্টেশনের নিকটে রেল পুলিশ দেহটি উদ্ধার করে।খবর দেওয়া হয় তার সহকর্মীদের।পরে খবর আসে মালদহের চাঁচল থানার মেঘডুমরা গ্রামের বাড়িতে।আজ মৃত শ্রমিকের পরিবারের সাথে দেখা করলেন মালতী পুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি।