মধ্যপ্রদেশ : ভিন সম্প্রদায়ের যুবককের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আদিবাসী তরুণী। আর তার জেরেই মারধরের পর অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরাল তাঁরই পরিজন ও সম্প্রদায়ের লোকজনেরা।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আলিরাজপুরে ।
মধ্যপ্রদেশের আলিরাজপুরের তেমাচি গ্রামের বাসিন্দা ভিলালা সম্প্রদায়ের বছর উনিশের ওই আদিবাসী তরুণী। ভিল সম্প্রদায়ের এক যুবককে মনে ধরে তাঁর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।হাজার মণ করার পরেও না শোনাই ‘অবাধ্য’ তরুণীকে শিক্ষা দিতে শাস্তিস্বরূপ প্রথমে তাঁকে লাঠি দিয়ে মারধর করে অর্ধনগ্ন করে ঘোরানো হয় গোটা গ্রাম। কান্নাকাটি করে প্রাণভিক্ষা করেন তরুণী। অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরানোর পর থেকে গ্রাম ছেড়ে চলে গিয়েছেন তরুণী এবং তাঁর বাবা। ফেরার নির্যাতিতার আত্মীয়-পরিজনেরাও। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।