নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৮ মার্চ, এবার ভিড় এড়াতে নদিয়ার রানাঘাট আনুলিয়া জগপুর রোডের পাশে সব্জী এবং মাছ বাজারকে সরিয়ে নিয়ে আসা হল রানাঘাট স্বাস্থ্যন্নতি ইন্ডোর স্টেডিয়াম ময়দানে।রানাঘাট পুরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র কুমার বর্ন্ম সাধারন মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহন করলেন।
প্রতিদিন সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকছে বাজার।বিশেষ নজরদারি রাখা হচ্ছে রানাঘাট পুরসভার নো এন্ট্রি বিভাগের অস্থায়ী কর্মীদের তরফে।ফলে স্বাভাবিক ভাবে এই দুরত্ব বজায় রাখায় খুশি সমাজ সচেতন নাগরিকেরাও।