ভীন রাজ্যে পড়তে গিয়ে খুন হলো এক বাঙালি ছাত্র।মৃতের নাম সাজিবুল সেখ(১৮)। তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর গ্রামে।সাজিবুলের মা কর্মসুত্রে ধানবাদে থাকেন। সাজিবুল দেওঘরের রেড রোজ স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র ছিল।গত শনিবার থেকে সে নিখোঁজ ছিল।সোমবার দেওঘর টাউন থানায় অভিযোগ দায়ের করেন।মঙ্গলবার সকালে দেওঘরের হিরনি এলাকার একটি পরিত্যক্ত কুয়ো থেকে ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার হরিহরপাড়ার ভবানীপুর গ্রাম মৃতদেহ কবরস্থ করা হয়। মৃতের কাকা হাতেম আনসারী জানান জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে ছিল বন্ধু শুভম ,সেই পার্টিতে গিয়ে আর ঘরে ফিরেনি ,তাদের অনুমান বন্ধু শুভম নিমন্ত্রণ করে সজিবুল কে খুন করে কুয়োতে ফেলে রেখেছিলো। স্থানীয় পুলিশ শুভম কে আটক করেছে।
ভীন রাজ্যে পড়তে গিয়ে খুন হলো এক বাঙালি ছাত্র
ভীন রাজ্যে পড়তে গিয়ে খুন হলো এক বাঙালি ছাত্র
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram