ভুটান সীমান্তের জয়গা থানার এক এ এস আই নিখোজের ঘটনায় চাঞ্চল্য. জানা গিয়েছে নিখোজ এ এস আইয়ের নাম রতন। বুধবার দুপুর দুটোর পর থেকে তিনি নিখোজ। তার খোজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে ৫২ বছরের এ এস আই রতন কর ট্রাফিক এ এস আই পদে কর্মরত ছিলেন।
থাকতেন জয়গা থানার পুলিশ কোয়ার্টারের। তার বাড়ি কোচবিহার জেলায়। বুধবার জয়গা থানা থেকে বাইকে করে জয়গা থানার দলসিংপাড়াতে ট্রাফিকের দায়িত্ব সামলাতে রওনা হয়েছিলেন। কিন্তু দলসিংপাড়া ব্রীজ পার হওয়ার পরেই তিনি নিখোজ হয়ে যান। তার মোবাইলের সুইচ অফ।
বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়রি করা হয়েছে। এদিন জয়গা থানাতে এসে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেছেন নিখোজ এ এস আইয়ের স্ত্রী সিতা কর। তিনি বলেন, ” আমরাও কোথাও তার খোজ পাচ্ছি না। কি হল বুঝতে পারছি না। ঘটনার তদন্ত করুক পুলিশ।”
এদিকে জানা গিয়েছে ডি এস পি ট্রাফিকের নেতৃত্বে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, ” ঘটনার তদন্ত হয়েছে। নিখোজ এ এস আইয়ের পরিবারে খবর দেওয়া হয়েছে। ওনার পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়রি করা হয়েছে।
আর ও পড়ুন ওঝার কেরামতিতে মৃত্যু হলো সাপে কামড়ানো গৃহবধুর
উল্লেখ্য, ভুটান সীমান্তের জয়গা থানার এক এ এস আই নিখোজের ঘটনায় চাঞ্চল্য. জানা গিয়েছে নিখোজ এ এস আইয়ের নাম রতন। বুধবার দুপুর দুটোর পর থেকে তিনি নিখোজ। তার খোজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে ৫২ বছরের এ এস আই রতন কর ট্রাফিক এ এস আই পদে কর্মরত ছিলেন।থাকতেন জয়গা থানার পুলিশ কোয়ার্টারের। তার বাড়ি কোচবিহার জেলায়। বুধবার জয়গা থানা থেকে বাইকে করে জয়গা থানার দলসিংপাড়াতে ট্রাফিকের দায়িত্ব সামলাতে রওনা হয়েছিলেন।
কিন্তু দলসিংপাড়া ব্রীজ পার হওয়ার পরেই তিনি নিখোজ হয়ে যান। তার মোবাইলের সুইচ অফ।বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়রি করা হয়েছে। এদিন জয়গা থানাতে এসে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেছেন নিখোজ এ এস আইয়ের স্ত্রী সিতা কর। তিনি বলেন, ” আমরাও কোথাও তার খোজ পাচ্ছি না। কি হল বুঝতে পারছি না। ঘটনার তদন্ত করুক পুলিশ।”