উত্তরবঙ্গ- দেশে আগেভাগেই প্রবেশ করেছে বর্ষা। দীর্ঘ ১৬ বছর পর নির্ধারিত সময়ের ৯ দিন আগে কেরালার মাধ্যমে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। বর্ষা প্রবেশের এই আগাম বার্তায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুরু হয়েছে সতর্কতা অবলম্বন। ভুটান থেকে নেমে আসা নদীগুলোর জলস্তর নিয়ে নজরদারি জোরদার করেছে সেচ দফতর।
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ১লা জুন থেকে চালু হচ্ছে চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম, যেখানে নদীর জলপ্রবাহ এবং বৃষ্টিপাতের পরিমাণের ওপর নিয়মিত নজর রাখা হবে। এরই অংশ হিসেবে সম্প্রতি উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের অধীনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের সেচ আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গের সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, “জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০টি নদীর উৎস ভুটানে। এর মধ্যে ১০টি ছোট এবং বাকি নদীগুলি বড়। গত ১৪ ও ১৫ মে ভুটানের পারোতে এই পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক পর্যায়ের বৈঠকেও আমরা অংশ নিই। বর্ষার জেরে হঠাৎ করে নদীর জলস্তর বৃদ্ধি যেন বন্যা পরিস্থিতি সৃষ্টি না করে, সে লক্ষ্যেই ১ জুন থেকে নিয়মিত কন্ট্রোল রুমের মাধ্যমে বৃষ্টিপাত ও নদীর গতিপ্রবাহে নজর রাখা হবে।”
সেচ দফতরের তরফে ইতিমধ্যেই একাধিক এডভাইসরি জারি করা হয়েছে। বর্ষার আগমনকে ঘিরে সম্ভাব্য বিপর্যয় এড়াতে প্রশাসনের এই প্রস্তুতি প্রশংসনীয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
