শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি। ফুলবল খেলার প্রতি খেলোয়ারদের আকর্ষণ বাড়াতে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি পাহাড়, তরাই, ডুয়ার্সে ও সমতলের ফুটবল খেলোয়াড়দের উচ্চমানের খেলার সুযোগ এনে দিলো পাহার বিছে অর্থাৎ বাইচুং ভুটিয়া।
মুলত ইউনাটেড ফুটবল সেন্টার এন্ড একাডেমির মাধ্যমেই নতুন প্রজন্মের খোলোয়ারদের তুলে ধরতে চান বাইচুং ভুটিয়া। বিশিষ্ট কোচের পাশাপাশি বাইচুং ভুটিয়াও প্রশিক্ষণদেবে নতুন খেলোয়াড়দের। শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী ২ ই মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ির শালুগাড়ায়।
সোমবার শিলিগুড়িতে এই কথা জানানোর পাধাপাশি তিনি আরোও জানান, শালুগাড়ার একাডেমির পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরেও আরেকটি একাডেমি খোলার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি। ফুলবল খেলার প্রতি খেলোয়ারদের আকর্ষণ বাড়াতে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি পাহাড়, তরাই, ডুয়ার্সে ও সমতলের ফুটবল খেলোয়াড়দের উচ্চমানের খেলার সুযোগ এনে দিলো পাহার বিছে অর্থাৎ বাইচুং ভুটিয়া।
আর ও পড়ুন ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল এক বৃদ্ধের
মুলত ইউনাটেড ফুটবল সেন্টার এন্ড একাডেমির মাধ্যমেই নতুন প্রজন্মের খোলোয়ারদের তুলে ধরতে চান বাইচুং ভুটিয়া। বিশিষ্ট কোচের পাশাপাশি বাইচুং ভুটিয়াও প্রশিক্ষণদেবে নতুন খেলোয়াড়দের। শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী ২ ই মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ির শালুগাড়ায়।
সোমবার শিলিগুড়িতে এই কথা জানানোর পাধাপাশি তিনি আরোও জানান, শালুগাড়ার একাডেমির পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরেও আরেকটি একাডেমি খোলার উদ্যোগ নেওয়া হবে।শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি। ফুলবল খেলার প্রতি খেলোয়ারদের আকর্ষণ বাড়াতে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি পাহাড়, তরাই, ডুয়ার্সে ও সমতলের ফুটবল খেলোয়াড়দের উচ্চমানের খেলার সুযোগ এনে দিলো পাহার বিছে অর্থাৎ বাইচুং ভুটিয়া।
মুলত ইউনাটেড ফুটবল সেন্টার এন্ড একাডেমির মাধ্যমেই নতুন প্রজন্মের খোলোয়ারদের তুলে ধরতে চান বাইচুং ভুটিয়া। বিশিষ্ট কোচের পাশাপাশি বাইচুং ভুটিয়াও প্রশিক্ষণদেবে নতুন খেলোয়াড়দের। শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী ২ ই মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ির শালুগাড়ায়।সোমবার শিলিগুড়িতে এই কথা জানানোর পাধাপাশি তিনি আরোও জানান, শালুগাড়ার একাডেমির পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরেও আরেকটি একাডেমি খোলার উদ্যোগ নেওয়া হবে।