পশ্চিমবঙ্গকে ভুতে ধরেছে, বললেন সুকান্ত মজুমদার

পশ্চিমবঙ্গকে ভুতে ধরেছে, বললেন সুকান্ত মজুমদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভুতে

পশ্চিমবঙ্গকে ভুতে ধরেছে, বললেন সুকান্ত মজুমদার । পশ্চিমবঙ্গকে ভুতে ধরেছে, রামনাম শুনলে ভূত ছেড়ে যাবে. বনগাঁতে বললেন সুকান্ত । বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচারে বনগাঁতে এসে বনগাঁ চাকদা রোডের বনবিহারী কলোনি থেকে রোড শো করে রেল বাজার এলাকায় বনগাঁ পৌর এলাকার বিজেপির ২২ জন বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন ।

 

সভায় তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ভোটের আগে বলতেন এখন বলা বন্ধ করেছেন । উনি যেতেন কেউ উনাকে দেখে জয় শ্রীরাম বললে খ্যাপা ষাঁড়ের মত গাড়ি থেকে বেরিয়ে আসতেন. বলতেন আমাকে গালি দিচ্ছে।  জয় শ্রীরাম যদি গালাগালি হয় ভালো কথা কি। পশ্চিমবঙ্গকে যে ভুতে ধরেছে ভূত না ছাড়ালে রাজ্য উদ্ধার পাবে না। ভূত বেকারত্বের ভূত। রাম নাম শুনলে ভূত ছাড়বে।

 

তিনি বলেন, আমি শুনছিলাম যে বনগাঁর প্রতি ওয়ার্ডে বোমা বন্দুক নিয়ে ভরে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমি তাদেরকে সাবধান করতে চাই , তোমাদের গুন্ডাদের যে বড় বড় দাদা আছে উত্তরপ্রদেশের ভোটের পর সব টাইট হয়ে যাবে। একটা চোরও কোথাও বাঁচবে না যারা গরুর টাকা, বালির টাকা, কয়লার টাকা খেয়েছে সব সিবিআই এর আদর খাবে। তৃণমূলে থাকলে সিবিআই ডাকবে না তো কি ভগবান ডাকবে ? চোরেদের দল এক সে বড় কর এক চোর।

 

আর ও পড়ুন  প্যারা সুইমিংয়ের হাল ফেরাতে উদ্যোগী বৈশালী ডালমিয়া

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গকে ভুতে ধরেছে, বললেন সুকান্ত মজুমদার । পশ্চিমবঙ্গকে ভুতে ধরেছে, রামনাম শুনলে ভূত ছেড়ে যাবে. বনগাঁতে বললেন সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচারে বনগাঁতে এসে বনগাঁ চাকদা রোডের বনবিহারী কলোনি থেকে রোড শো করে রেল বাজার এলাকায় বনগাঁ পৌর এলাকার বিজেপির ২২ জন বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন। সভায় তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ভোটের আগে বলতেন এখন বলা বন্ধ করেছেন । উনি যেতেন কেউ উনাকে দেখে জয় শ্রীরাম বললে খ্যাপা ষাঁড়ের মত গাড়ি থেকে বেরিয়ে আসতেন. বলতেন আমাকে গালি দিচ্ছে।  জয় শ্রীরাম যদি গালাগালি হয় ভালো কথা কি।

 

পশ্চিমবঙ্গকে যে ভুতে ধরেছে ভূত না ছাড়ালে রাজ্য উদ্ধার পাবে না। ভূত বেকারত্বের ভূত। রাম নাম শুনলে ভূত ছাড়বে।তিনি বলেন, আমি শুনছিলাম যে বনগাঁর প্রতি ওয়ার্ডে বোমা বন্দুক নিয়ে ভরে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমি তাদেরকে সাবধান করতে চাই , তোমাদের গুন্ডাদের যে বড় বড় দাদা আছে উত্তরপ্রদেশের ভোটের পর সব টাইট হয়ে যাবে। একটা চোরও কোথাও বাঁচবে না যারা গরুর টাকা, বালির টাকা, কয়লার টাকা খেয়েছে সব সিবিআই এর আদর খাবে। তৃণমূলে থাকলে সিবিআই ডাকবে না তো কি ভগবান ডাকবে ? চোরেদের দল এক সে বড় কর এক চোর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top