গান গেয়ে বিপাকে ভুবন বাদ্যকর, বাদাম বিক্রিতে পড়েছে ভাটা

গান গেয়ে বিপাকে ভুবন বাদ্যকর, বাদাম বিক্রিতে পড়েছে ভাটা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভুবন

গান গেয়ে বিপাকে ভুবন বাদ্যকর, বাদাম বিক্রিতে পড়েছে ভাটা ।  নিজের লেখা  গান গেয়ে বাদাম বিক্রি করে রীতিমতো  ভাইরাল হয়ে গিয়েছেন বীরভূম জেলার  দুবরাজপুরের ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এই মুহূর্তে স্বরচিত গানের কপিরাইট নিয়ে তিনি লড়ছেন। ভুবনের গান এখন সোশ্যাল মিডিয়ার সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। বহু প্রশংসাও কুড়োচ্ছে। কিন্তু যাঁরা গানটি শুনে এত আনন্দ পাচ্ছেন, তাঁদের একটা বড় অংশই জানেন না যে স্থানীয় ভাষায় এই মিঠে গানটির রচয়িতা ভুবন বাদ্যকর।

 

তাঁর অভিযোগ, সৌজন্য তো কোন ছাড়, তাঁর গানটি সরাসরি চুরি করা হচ্ছে। শুক্রবার দুবরবাজপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছন্দে–তালে বাদাম বিক্রেতার এই গানটি নিমেষের মধ্যে ছড়িয়ে গিয়েছে মুখে মুখে। ইউটিউব, ফেসবুক খুললেই ভুবনবাবুর গানটি শোনা যাচ্ছে। নানারকমভাবে তার উপস্থাপনায় এই মুহূর্তে জনপ্রিয়তা তুঙ্গে গানটির। এতেই ঘটেছে বিপত্তি।

 

গানটি ভাইরাল হওয়ার পর ভুবনবাবুর খুচরো ব্যবসার শ্রীবৃদ্ধি তো দূর অস্ত, তাঁর ছেলের অভিযোগ, ‘‌বাবার গান শুনতে নানা জায়গা থেকে লোকজন আসছেন। তাঁরা বাদামও কিনছেন না, গান শুনে টাকাও দিচ্ছেন না। গান শুনে চলে যাচ্ছেন। বাবা যেখানে বাদাম বিক্রি করতে যাচ্ছেন, সেখানে শুধু সবাই গান শুনছে, কেউ বাদাম আর কিনছে না। গত কয়েকদিন ধরে এরকমই হচ্ছে। বাদাম বিক্রি না হওয়ায় আয় বন্ধ হয়ে গিয়েছে।’‌ গোটা ঘটনাটি থানায় জানিয়েছেন ভুবন।

 

আর ও পড়ুন     শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ, আসছে না বাংলায়

 

উল্লেখ্য, নিজের লেখা  গান গেয়ে বাদাম বিক্রি করে রীতিমতো  ভাইরাল হয়ে গিয়েছেন বীরভূম জেলার  দুবরাজপুরের ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এই মুহূর্তে স্বরচিত গানের কপিরাইট নিয়ে তিনি লড়ছেন। ভুবনের গান এখন সোশ্যাল মিডিয়ার সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। বহু প্রশংসাও কুড়োচ্ছে।

 

কিন্তু যাঁরা গানটি শুনে এত আনন্দ পাচ্ছেন, তাঁদের একটা বড় অংশই জানেন না যে স্থানীয় ভাষায় এই মিঠে গানটির রচয়িতা ভুবন বাদ্যকর।তাঁর অভিযোগ, সৌজন্য তো কোন ছাড়, তাঁর গানটি সরাসরি চুরি করা হচ্ছে। শুক্রবার দুবরবাজপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছন্দে–তালে বাদাম বিক্রেতার এই গানটি নিমেষের মধ্যে ছড়িয়ে গিয়েছে মুখে মুখে। ইউটিউব, ফেসবুক খুললেই ভুবনবাবুর গানটি শোনা যাচ্ছে। নানারকমভাবে তার উপস্থাপনায় এই মুহূর্তে জনপ্রিয়তা তুঙ্গে গানটির। এতেই ঘটেছে বিপত্তি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top