মুম্বাই -এক মহিলা তার স্বামী প্রশান্ত ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নয়ডা থানায় বিশ্বাসঘাতকতা, হয়রানি ও যৌতুক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করেছেন। ২০১৩ সালে বিবাহের পর থেকেই সমস্যার শিকার এই মহিলা জানান, স্বামী তার আয় ও বাবার দেওয়া ফিক্সড ডিপোজিট দখল করেন, যৌতুকের অংশ দাবি করে।২০২৩ সালে স্বামীর একাধিক সম্পর্ক ও শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ হলে তিনি মানসিক হয়রানি ও সন্তানহীনতার জন্য কটূক্তির শিকার হন।
২০২৪ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি জানতে পারেন, প্রশান্ত ভুয়া নথি ব্যবহার করে ভিসা নিয়ে অন্য শহরে বাস করছেন। জিজ্ঞাসাবাদে তিনি বিবাহ অস্বীকার করেন, এমনকি বিবাহবিচ্ছেদের মিথ্যা দাবি করেন। ভারতে ফিরে মহিলাকে শ্বশুরবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, তার গয়না ও নথিপত্র আটকে রাখা হয়েছে এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে।
নয়ডা পুলিশ প্রশান্ত, তার বাবা-মা, শ্যালক ও শ্যালিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবি শঙ্কর বলেন, “অভিযোগ গুরুতর, আমরা নিরপেক্ষ তদন্ত করছি।” এই ঘটনা যৌতুক ও পারিবারিক নির্যাতনের মতো সামাজিক সমস্যাগুলোর উপর আলোকপাত করেছে।
