নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৬ জানুয়ারি, ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ২৫ বছরের এক সাবালিকার উপর।অভিযুক্ত জয়শ্রী করকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। দত্তপুকুর থেকে জয়শ্রী দেবীকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ।
জানা গিয়েছে, দিন তিনেক আগে বারাসাত থানায় অভিযোগ করেন নবেন্দু সরকার।তাকে রাজ্য সরকারি দফতরে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে দুই ক্ষেপে সাড়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।গত আগস্ট মাসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হলে গেলে জয়স্রী দেবীর কাছ থেকে টাকা চাইলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।এছাড়া বিভিন্ন সমিতি থেকেও টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনি দাবী স্থানীয়দের।তার বিরুদ্ধে 420,419,486 IPC ধারায় মামলা রুজু করেছে পুলিশ । আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে।