নিউজ ডেস্ক ১৪ অক্টোবর ২০২০:আজকের দিনে খবর ছড়ায় নিমেষে। খবরের সত্যতা যাচাই না করেই মুহূর্তের মধ্যেই টা ছড়িয়ে পরে হোয়াটস অ্যাপ বা ফেসবুকে। বিশ্বের আইকন ফেলুদার শরীর নিয়ে চিন্তিত সকলেই।
এরমাঝেই রটেছে তার মৃত্যু হয়েছে এরকম ধরনের ভুয়ো খবর।ভুয়ো খবর ছড়াতেই কেউ কেউ আবার ফেসবুকে তার ছবি দিয়ে একাধিক বেদনাদায়ক পোস্ট ও করে ফেলেছেন। একে বয়সজনিত সমস্যা তারউপরে করোনা সংক্রমিত হওয়ায় চিন্তায় আছে তার পরিবারের মানুষজন এটা ঠিক কথাই কিন্তু তা বলে এসব ভুয়ো খবর দেখে কেউ কি ঠিক থাকতে পারে। অবশেষে মুখ খুললেন ফেলুদার কন্যা পৌলমী বসু। তিনি একটি পোস্টে বলেন,”অহেতুক মিথ্যা খবর ছড়িয়ে পরিবারের মানুষদের বিব্রত করবেন না। তার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। এরকম অবস্থায় থাকলে তাকে খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসা যাবে”।