দেশ – ভুয়ো ভোটার নাম অন্তর্ভুক্তির অভিযোগে অভিযুক্ত পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করে কমিশন জানিয়ে দেয়, আগামী ২১ অগস্টের মধ্যে পদক্ষেপ করতেই হবে।
অভিযোগ রয়েছে, দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) এবং এক ডেটা এন্ট্রি অপারেটর তাঁদের আইডি শেয়ার করেছিলেন অস্থায়ী কর্মীদের সঙ্গে, যার জেরে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা হয়। অভিযুক্তরা হলেন— দেবোত্তম দত্ত চৌধুরী (বারুইপুর পূর্বের ERO), তথাগত মণ্ডল (AERO), বিপ্লব সরকার (ময়না কেন্দ্রের ERO), সুদীপ্ত দাস (AERO) এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার।
কমিশন আগে থেকেই সাসপেনশন ও এফআইআরের সুপারিশ করেছিল, কিন্তু সোমবার রাজ্য সরকার শুধু সুদীপ্ত দাস ও সুরজিৎ হালদারকে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেয়। এর পরেই কমিশন প্রশ্ন তোলে নির্দেশ কার্যকর না হওয়া নিয়ে। ফুল বেঞ্চ বৈঠকে কমিশন স্পষ্ট জানায়, আইনি এক্তিয়ারের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এসআইআর ব্যবস্থা সব রাজ্যে কার্যকর হবে।
