ভুল করে ভ্যাকসিন দেওয়া হলো ১৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের। ভ্যাক্সিনেশন পোর্টালে ২০০৭ সাল সেট করা থাকায় নদীয়ার শান্তিপুর শহরের দু তিনটি স্কুলে ১৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের কয়েকজনকে ভুল করে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুল সহ সব মহলেই হইচই পড়ে গিয়েছে।
মূলত শান্তিপুর পৌরসভা ও মহকুমা স্কুল পরিদর্শক অফিসের নির্দেশ মত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয় ৩ জানুয়ারি থেকে। প্রথমদিকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা ভ্যাকসিন পেলেও যাদের বয়স ১৫ বছরের নিচে তাদের জন্ম তারিখ খতিয়ে দেখে ভ্যাকসিন দেওয়া হয়নি। কিন্তু গত দু-তিনদিন ধরে দু একটি স্কুলে ১৫ বছরের কম বয়সী ছাত্র ছাত্রী বেশ কয়েকজন ভ্যাকসিন পেয়ে গিয়েছে।
আর ও পড়ুন কলকাতা পুরসভার প্রায় ৩২৪ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, জানালেন অতীন ঘোষ
ওইসব ছাত্র-ছাত্রীর বাড়ির লোকজন না বুঝেই ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। সঙ্গে তারা নিয়ে গিয়েছিল আধার কার্ড। তাদের জন্মের বছর ২০০৭ সাল উল্লেখ ছিল। আর সেই কার্ড দেখাতেই জন্মতারিখ খতিয়ে না দেখে তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে,আই সি এম আরের নিয়ম অনুযায়ী ১৫ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া যাবে না। তাদের অ্যাপ্রুভাল নেই।
যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ১৫ বছরের কম বয়সীদের ভ্যাকসিন না দেওয়াই ভালো।যদিও পোর্টালে ২০০৭ সাল সেট করা থাকলেও জন্মতারিখ খতিয়ে না দেখে ১৫ বছর কম বয়সীদের ভ্যাকসিন দিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই নিয়ে অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য।
উল্লেখ্য,ভুল করে ভ্যাকসিন দেওয়া হলো ১৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের। ভ্যাক্সিনেশন পোর্টালে ২০০৭ সাল সেট করা থাকায় নদীয়ার শান্তিপুর শহরের দু তিনটি স্কুলে ১৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের কয়েকজনকে ভুল করে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুল সহ সব মহলেই হইচই পড়ে গিয়েছে।মূলত শান্তিপুর পৌরসভা ও মহকুমা স্কুল পরিদর্শক অফিসের নির্দেশ মত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয় ৩ জানুয়ারি থেকে। প্রথমদিকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা ভ্যাকসিন পেলেও যাদের বয়স ১৫ বছরের নিচে তাদের জন্ম তারিখ খতিয়ে দেখে ভ্যাকসিন দেওয়া হয়নি। কিন্তু গত দু-তিনদিন ধরে দু একটি স্কুলে ১৫ বছরের কম বয়সী ছাত্র ছাত্রী বেশ কয়েকজন ভ্যাকসিন পেয়ে গিয়েছে।