নিউজ ডেস্ক ৭ নভেম্বর ২০২০:আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব শুরু হয়ে গেছে ইতি মধ্যেই। পুরোপুরি সরকারি ফলাফল প্রকাশিত না হলেও শনিবার সকালে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন ঘোষণা করেছেন, তাঁরাই এই দৌড়ে জিততে চলেছেন।

যদিও ট্রাম্প এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন। গণনায় কারচুপির অভিযোগে তিনি দ্বারস্থ হয়েছেন আদালতেরও। পরাজয় মেনে নিতে না চাইলে আমেরিকার মানুষই ওঁদের সসম্মানে হোয়াইট হাউস থেকে বার করে দেবেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচারদলের তরফে শুক্রবার প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পকে এই নিয়ে হুশিয়ারি দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত রিপাবলিকানদের শক্তি ঘাঁটি বলে পরিচিত পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের চেয়ে ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন আইনি প্রক্রিয়া সবে শুরু হয়েছে তাতেই নিজেকে সামলাতে পারছেন না ট্রাম্প। এবার তিনি প্রতিপক্ষ জো বাইডেনের উদ্দেশে টুইট করে বসলেন, ‘ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না। আমিও সেই দাবি জানাতে পারি”।ট্রাম্প এগিয়ে আছেন আলাস্কা এবং নর্থ ক্যারোলিনায়। গননা শেষ না হলেও সব মিলিয়ে ট্রাম্প বাইডেনের উত্তেজনা এখন তুঙ্গে। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার!