ভুল ভুলাইয়া ২ তে কি দেখা পাওয়া যাবে মঞ্জুলিকা কে । ২০০৭ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুলভুলাইয়া ২’-এর সিকুয়াল আসছে, খবর নতুন নয়। মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ান, সে খবরও এতদিনে জেনে গিয়েছেন সবাই।

কিন্তু নস্টালজিয়া উস্কে দিয়ে ভুলভুলাইয়ার প্রধান দুই মুখ বিদ্যা বালান এবং অক্ষয় কুমারকে কি দেখা যাবে এই সিকুয়ালেও, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সত্যি সামনে আনলেন বিদ্যা। অক্ষয় যে থাকবেন না সে খবর মিলেছিল আগেই। কিন্তু বিদ্যাকে নিয়েই রহস্য দানা বাঁধছিল ক্রমশ। অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, না এই দ্বিতীয় প্রোজেক্টের তিনি নেই । তাঁর কথায়, “আমি ছবিটির অংশ নই। আগের ছবির মতো এই ছবিটিও জনপ্রিয় হবে কিনা সে বিষয়ে কিছু বলা তাই আমার ঠিক নয়। আর আমি যতদূর শুনেছি ভুলভুলাইয়ে ২ প্রথম ছবির থেকে একেবারেই আলাদা। আমি যদিও ছবিটি
দেখব।”