পূর্ব বর্ধমান – পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে ভুল স্টেশনে নেমে বিপাকে পড়েছিলেন এক পরীক্ষার্থী। শেষমেশ পুলিশের সহায়তায় সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়।
পূর্ব বর্ধমানের শর্মাপাড়া কদমতলার বাসিন্দা সুরজ কুমার সাউ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল সাহাগঞ্জের শ্যামাপ্রসাদ ন্যাশনাল স্কুলে। কিন্তু ভুলবশত তিনি ব্যান্ডেলের বদলে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন। এরপর টোটো বা গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করলেও ভাড়ার টাকা দিতে না পারায় তিনি সমস্যায় পড়েন।
সেই সময় চুঁচুড়া থানার সাব-ইন্সপেক্টর সমীর কর্মকার ঘটনাটি জানতে পেরে নিজের গাড়িতে করে সুরজকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। তাঁর উদ্যোগে সুরজ সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেন। পুলিশের এই মানবিক উদ্যোগে প্রশংসার ঝড় উঠেছে স্থানীয় মহলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুঁচুড়া শহরের একাধিক স্কুলে এই পরীক্ষার কেন্দ্র ছিল এবং ভিন জেলা থেকে বহু পরীক্ষার্থী এসেছিলেন। যাতে কেউ কোনো অসুবিধার সম্মুখীন না হন, সে জন্য সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি চালানো হয়।
সুরজ কুমার সাউ বলেন, “আজ পুলিশের সাহায্য না পেলে আমি পরীক্ষায় বসতে পারতাম না। পুলিশ শুধু আইন রক্ষার কাজই করে না, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়ও।”
