ভুয়ো ভ‍্যাকসিন নিয়ে তদন্ত চলছে, অ্যাটম টু মাডার কেস দেওয়া হয়েছে : ববি হাকিম

ভুয়ো ভ‍্যাকসিন নিয়ে তদন্ত চলছে, অ্যাটম টু মাডার কেস দেওয়া হয়েছে : ববি হাকিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা:-মঙ্গলবার থেকে প্রথম ডোজ শুরু হবে।তেল প্রসঙ্গে ববি হাকিম- ভুয়ো ভ‍্যাকসিন নিয়ে তদন্ত চলছে। অ্যাটম টু মাডার কেস দেওয়া হয়েছে। বরং বিজেপি তেল দুর্ণীতি তে কাকে গ্রেফতার করা হবে। সেটা ভাবুক। তেলের উপর ট‍্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। আম্মানি ও আদানি কে সুবিধা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তেলেন প্রতারণায় সিবিআই কাকে গ্রেফতার করবে। তেল কেলেঙ্কারি চলছে‌। তা কি তদন্ত হবে। মূল্যে বৃদ্ধি কে করছে। দিলীপ ঘোষের উচিত তেলের দাম বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামা উচিত।শুভেন্দু অধিকারী- জন্য বঞ্চিত হচ্ছে রাজ‍্য বিজেপি নেতারা।পুরনো বিজেপি তারা বুঝতে পারছে। আগামী দিনে আরও বুঝতে পারবে। শুভেন্দু নিজে একাই বিজেপি কে শেষ করে দেবে।

জন বার্লা প্রসঙ্গে- কেন্দ্রীয় সরকার দাবি ক শীলমহর দিতে প্রতিমন্ত্রী করা হয়েছে।মন্ত্রী যা বলেন সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে বলা হয়। কেন্দ্রীয় সরকার উত্তর বঙ্গ ভাগ করার পক্ষে।দিলীপ ঘোষের গাছের শাল প্রসঙ্গে- দেরিতে বুদ্ধি হয়েছে। দিলীপ ঘোষের। নিজেদের ভুল বুঝতে পেড়েছে।উত্তর প্রদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল- এদানের পৃতিপুরুষ লড়াই। সাম্প্রদায়িক উষ্কানীমূলক কথা বলছে। ধর্মের মাধ‍্যমে ভারতীয় নয়। আমি ভারত বর্ষের মানুষ। ধর্মের নামে সুরসুরি দেওয়া যাবে। বিভাজন মূলক রাজনীতি করা চেষ্টা করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top