ভূতূড়ে কান্ড, আতঙ্কিত নয়াগ্রামবাসীরা

ভূতূড়ে কান্ড, আতঙ্কিত নয়াগ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভূতূড়ে কান্ড, আতঙ্কিত নয়াগ্রামবাসীরা। হঠাৎ করে বাড়ির শুকনো জিনিসপত্রে লেগে যাচ্ছে আগুন। এমনই ‘ভূতূড়ে কান্ড’ ঘটছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। জানা গেছে, নয়াগ্রাম ব্লকের বেড়াজাল গ্রাম পঞ্চায়েতের রাধাপাড়া গ্রামের তিনটি বাড়িতে ঘনঘন আগুন লাগার ঘটনা ঘটছে, যার ফলে ভৌতিক আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে।

কেন আগুন লাগছে, কোথা থেকে আগুন লাগছে তার কোন হুঁশ না মেলতেই ভূতের আতঙ্ক চেপে বসেছে। নরেন মাহাত, প্রেমেন্দ্র মাহাত ও সত্য মাহাত র বাড়িতে শনিবার সকালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। একসঙ্গে পাশাপাশি তিনটি বাড়িতে হঠাৎ হঠাৎ আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই পরিবারগুলির বাসিন্দারা। তাদের আশঙ্কা ভৌতিক কারণে ওই ঘটনা ঘটছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আর ও পড়ুন    রাজ্যের মানুষকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ দিলীপ ঘোষের  

স্থানীয় বাসিন্দারা জানান, আচমকা ওই তিনটি বাড়িতে ঘনঘন আগুন লাগার ঘটনা ঘটছে। বাড়িতে থাকা বিভিন্ন জিনিসে আগুন ধরে যাচ্ছে। কি কারণে ওই ঘটনা ঘটছে তারা বুঝে উঠতে পারছে না। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ওই পরিবারের বাসিন্দারা। বিষয়টি জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে। তবে আতঙ্কের মধ্যে ওই তিনটি পরিবার রয়েছেন। ওই তিনটি পরিবারের সদস্যরা রাত জেগে থাকার সিদ্ধান্ত নিয়েছেন । যদি রাতে কোন ঘটনা ঘটে তাহলে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে ।তাই এই সিদ্ধান্ত বলে তারা জানান । তবে ভৌতিক কারণে বা অন্য কোনো কারণে বারবার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটছে তা নিয়ে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই তিনটি পরিবারের সদস্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top