ভূতের ছবি দেখলে মিলবে ১ লক্ষ টাকা ! জানুন বিস্তারীত

ভূতের ছবি দেখলে মিলবে ১ লক্ষ টাকা ! জানুন বিস্তারীত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভূতের দেখলে মিলবে ১ লক্ষ টাকা ! জানুন বিস্তারীত। আপনার যদি ভূতের ছবি দেখতে ভালো লাগে তাহলে আপনার জন্য সুখবর। সিনেমা দেখার সুযোগ এনে দিচ্ছে একটি অর্থলগ্নিকারী সংস্থা ‘ফিনান্সবাজ’। প্রতিযোগিতার নাম ‘হরর মুভি হার্ট রেট অ্যনালিস্ট’। তবে ফ্রি-‌তে শুধু সিনেমা দেখাই নয়, সেই সঙ্গে দর্শককে ১ হাজার ৩০০ ডলারও দেবে ওই সংস্থা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ টাকা।

 

তবে কিছু  শর্ত রয়েছে। প্রতিযোগীকে ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১৩টি ভূতের ছবি দেখতে হবে। শ, অ্যামিটিভাইল হরর, আ কোয়ায়েট প্যালেস, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, ক্যান্ডিম্যান, ইনসিডিয়াস, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, সিনিস্টার, গেট আউট, দ্য পার্জ, হ্যালোউইন (২০১৮), প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল এই সিনেমাগুলি দেখানো হবে ওই প্রতিযোগীকে।

 

আর ও পড়ুন    মায়াপুরে মধুচক্রের আসরে পুলিশের হানা, গ্রেফতার হলো কারা কারা ?

 

জানা গিয়েছে,  ফিনান্সবাজ একটি সমীক্ষা চালাচ্ছে যেখানে তারা জানতে চাইছে বড় বাজেটের ভূতের সিনেমা নাকি অল্প বাজেটের হরর মুভি দেখে দর্শক বেশি ভয় পায়। তবে কীভাবে হবে সেই ভয়ের পরিমাপ?

 

সংস্থার তরফে জানানো হয়েছে, ১৩টি সিনেমা দেখার সময় হৃদস্পন্দন মাপার জন্য প্রতিযোগীকে একটি ফিটবিট বা হার্টরেট মনিটর পরিয়ে দেওয়া হবে। আর কোন ছবি দেখার সময় কতটা ভয়ের উদ্রেক হচ্ছে, তা পরিমাপ করা হবে প্রতিযোগীর হৃদস্পন্দনের ভিত্তিতে।

 

সংস্থার তরফে জানানো হয়েছে, আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। বাছাই প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে ১ অক্টোবর। তাঁকে ইমেলে যোগাযোগ করা হবে। ৪ অক্টোবরের মধ্যে ফিটবিট পাঠিয়ে দেওয়া হবে প্রতিযোগীকে। ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে সিনেমা দেখা শেষ করতে হবে। যদি আগ্রহ থেকে থাকে তাহলে এখনই আবেদন করে ফেলতে পারেন।

 

সংস্থার তরফে জানানো হয়েছে, ১৩টি সিনেমা দেখার সময় হৃদস্পন্দন মাপার জন্য প্রতিযোগীকে একটি ফিটবিট বা হার্টরেট মনিটর পরিয়ে দেওয়া হবে। আর কোন ছবি দেখার সময় কতটা ভয়ের উদ্রেক হচ্ছে, তা পরিমাপ করা হবে প্রতিযোগীর হৃদস্পন্দনের ভিত্তিতে।

 

তবে কিছু  শর্ত রয়েছে। প্রতিযোগীকে ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১৩টি ভূতের ছবি দেখতে হবে। শ, অ্যামিটিভাইল হরর, আ কোয়ায়েট প্যালেস, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, ক্যান্ডিম্যান, ইনসিডিয়াস, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, সিনিস্টার, গেট আউট, দ্য পার্জ, হ্যালোউইন (২০১৮), প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল এই সিনেমাগুলি দেখানো হবে ওই প্রতিযোগীকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top