ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে ভূপতিনগর থানায় এলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। শনিবার সকালে ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানায় এসে উপস্থিত হলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁর সঙ্গে এদিন এখানে এসে উপস্থিত হন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। তাদের উদ্দেশ্য, একুশের নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে অত্যাচারিত বিভিন্ন জেলায় ঘরছাড়া বহু বিজেপি কর্মীকে ঘরে ফেরানো।
এদিন,পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন তাঁরা বলে জানা গিয়েছে।সূত্রের খবর,প্রথমে তাঁরা যান ভগবানপুর এর ভূপতিনগর থানায় এবং তারপরে পটাশপুরে যায় কটি প্রতিনিধি দল । তারা বিজেপি কর্মীদের ঘরবাড়ি পরিদর্শন করেন যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন করা এলাকার ভিডিও করেন তাঁরা। তারপর তারা একটি তালিকা তৈরি করেন যেখানে ভূপতিনগর থানা এবং পটাশপুর থানার অন্তর্গত এলাকায় কতজন বিজেপি কর্মী এখনও পর্যন্ত বাড়ি ছাড়া রয়েছেন সে বিষয়গুলি লিখিত হয়।তারপর সেই তালিকা দেওয়া হয় থানা গুলিতে।এছাড়াও,শনিবার ভূপতিনগর থানা থেকে বেরিয়ে এসে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে বলেন,”এই থানার ওসিও তৃণমূলের হয়ে হয়ে কাজ করছেন ।
তাকে থানায় কম তৃণমূলের পার্টি অফিসের বেশি দেখা যায় ।” এরপর এদিন শাসকদলের বিরুদ্ধেও প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ জানান,”এখানকার ওসি অত্যাচারিত বিজেপি কর্মীদের বাড়ি ফেরার জন্য প্রত্যেকের কাছে এক লক্ষ টাকা করে দাবি করেছেন। বাংলায় তৃণমূল প্রধানের ছেলের জন্মদিনে ধর্ষণ করার পার্টি চলে । বিশেষ কী আর বলার আছে ! আমি ওসিকে সাবধান করেছি সঠিকভাবে থানা পরিচালনা করার জন্য । না হলে এই বিষয়টি কোর্টে বুঝে নেব আমি।’
শনিবার কোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের ২ প্রতিনিধি দলের একটি পূর্ব মেদিনীপুর জেলায় এসে উপস্থিত হন এবং অন্যটি যান বারাসাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে।সূত্রের খবরে জানা গিয়েছে,এদিন ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব তাপস মিত্র। তিনি বলেন ,”বিজেপি রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর হাইকোর্টে মামলা দায়ের করার পর কোর্টের নির্দেশে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল সরেজমিনে খতিয়ে দেখছেন অত্যাচারিত বিজেপি কর্মীদের বাড়িঘর, কথা বলছেন তাদের সঙ্গে। এবার কবে ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরে আসতে পারবেন তা দেখার বিষয়।”