ভেজা শরীরের বোল্ড ভিডিও পোস্ট করতেই ট্রোলড পায়েল সরকার — ‘বয়স হয়ে গেছে আন্টি’ মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

ভেজা শরীরের বোল্ড ভিডিও পোস্ট করতেই ট্রোলড পায়েল সরকার — ‘বয়স হয়ে গেছে আন্টি’ মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – একসময় ‘আই লাভ ইউ’, ‘বোঝে না সে বোঝে না’, ‘লে ছক্কা’-র সাদামাটা লুকে সহজেই মন জয় করেছিলেন পায়েল সরকার। সেই সময় তাঁকে দেখলে পুরুষ ভক্তদের হৃদস্পন্দন বেড়ে যেত। অভিনয়েও ছিলেন দাপুটে। যদিও এখন বড়পর্দায় তাঁকে অতটা দেখা যায় না, সমসাময়িক নায়করা যেখানে এখনও ব্যস্ত অভিনয়ে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল The Academy of Fine Arts ছবিতে। তবে সোশ্যাল মিডিয়ায় এখনো সমান সক্রিয় পায়েল; নিয়মিত ফটোশ্যুট ও ভিডিও শেয়ার করেন তিনি।

সম্প্রতি তাঁর একটি বোল্ড ভিডিও পোস্ট হতেই শুরু হয়েছে তীব্র ট্রোলিং। ভিডিওতে দেখা যায়, খোলামেলা পোশাকে ভেজা শরীরে আবেদনময়ী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী। দৃশ্যটি দেখে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া— একদিকে উষ্ণতা, অন্যদিকে কটাক্ষের বৃষ্টি।

নেটিজেনদের একাংশ লিখেছেন,
— “বুড়ি হয়ে গেছো, এগুলো মানাচ্ছে না।”
— “কলকাতার রাখি সাওয়ান্ত লাগছে।”
— “বয়স হয়ে গেছে আন্টি, এসব ছাড়ুন।”

কেউ তো সরাসরি ‘বুড়ি’ বলেও সম্বোধন করেছেন। তবে এসব বিতর্কে কোনও উত্তর দিতে দেখা যায়নি পায়েলকে— নীরবই থেকেছেন অভিনেত্রী।

পায়েলের ক্যারিয়ার বরাবরই সমৃদ্ধ— আই লাভ ইউ থেকে প্রেম আমার, যমের রাজা দিল বর থেকে লে ছক্কা, লে হালুয়া— বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজেও সফল অভিষেক করেছেন। স্টার কিড নন, পারিবারিকভাবে সিনেমার সঙ্গে কোনও যোগাযোগও ছিল না— তাই নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া ছিল তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

সম্প্রতি টলিপাড়ায় কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন পায়েল। এক পডকাস্টে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। দেব, আবির, পরমব্রত, অঙ্কুশ, সোহম— বহু জনপ্রিয় নায়কের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বিচ্ছেদ, পরবর্তী সম্পর্ক টেকেনি— বর্তমানে সম্পূর্ণ সিঙ্গলই আছেন অভিনেত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top