রাজ্য – আন্তর্জাতিক মঞ্চে বাঙালির সাফল্যের নতুন অধ্যায় লিখলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন তিনি। সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমি অত্যন্ত আনন্দিত। এই সাফল্য বাংলার গর্ব।”
অনুপর্ণার দ্বিতীয় ছবি ‘Songs of Forgotten Trees’ তাঁকে এনে দিল এই গৌরব। এর আগে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘Run to the River’। পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়ার মেয়ে অনুপর্ণা ছোটবেলা থেকেই আলাদা কিছু করার স্বপ্ন দেখতেন। রানিপুর হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করার পর মামা নীলোৎপল সিংহের কাছে ইংরেজি সাহিত্য ও ভারতীয় সংস্কৃতির পাঠে অনুপ্রাণিত হন তিনি। দু’টি বড় কর্পোরেট চাকরি ছেড়ে চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন।
নিজের পুরস্কার জয়ের পর অনুপর্ণা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মামা, মাই ফার্স্ট টিচার।” তাঁর সাফল্যে পরিবারের সকলেই গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন, অনুপর্ণা আরও অনেক দূর এগিয়ে গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করবেন।
