দক্ষিণ-পূর্ব রেলের শাখায় ট্রেন অবরোধ, ভোগান্তি নিত্য যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি সময় সূচি মেনেই ট্রেন চালাতে হবে। তাই যাত্রীরা ট্রেন লাইনে নেমে লোকাল ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান। রেলের কর্মীদের সঙ্গেও তাদের বচসা চলে। রেলের তরফ থেকে বারবার মাইকিং করে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করা হলেও তাতে কর্ণপাত করে নি অবরোধকারীরা।
এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে ও নলপুর স্টেশনে লোকাল ও দূরপাল্লার সব মালগাড়ি ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনান্দ তিনি জানান সকাল ছটা কুড়ি থেকে স্থানীয় বাসিন্দারা নলপুর স্টেশনে রেল অবরোধ করেন। তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছুতেই কথা বলতে চাইছেন না। গোটা ঘটনার উপরে নজর রাখা রয়েছে। যদিও আপাত কোনো ট্রেন বাতিল করার সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়া হয়নি তবে অবরোধের জেরে ট্রেন চলাচলে দেরি হতে পারে।
আর ও পড়ুন পুরভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে, বললেন দিলীপ ঘোষ
এই প্রসঙ্গে ট্রেন অবরোধকারী যাত্রী সুজা দাস জানান পর্যাপ্ত পরিমাণে ট্রেন চালাতে হবে। এখন সংখ্যায় অনেক কম ট্রেন চলছে। কোভিডের আগে যে সংখ্যায় ট্রেন চালু ছিল এখন তা নেই। এতে ভিড় হচ্ছে ও নিত্য যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে। অনিলম্বে বেশি সংখ্যায় নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালানোর দাবি জানান তিনি। পাশাপাশি অপর এক বিক্ষোভকারী অভিযোগ করেন সকালের দিকে ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এতে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। অবিলম্বে ভোরের ট্রেন বাড়ানোর দাবি জানান তিনি।
উল্লেখ্য এর আগেও কলকাতা লাগোয়া জেলাগুলিতে লোকাল ট্রেন চালু হলেও নলপুর স্টেশনে ট্রেন না থামায় যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রতিবাদে ট্রেন অবরোধ করেছিলেন তারা। নলপুর স্টেশনে লোকাল ট্রেন দাঁড়ানোর দাবিও জানান তারা। তবে নলপুর স্টেশনে ট্রেন না দাঁড়ানোর কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ৷ নিত্যযাত্রীরা জানাচ্ছেন, সমস্যা তো আগে থেকে ছিল। তা থেকে রেহাই পাওয়ার সুযোগ এলেও বঞ্চিত হয়েছিলেন তাঁরা। আজ ফের ট্রেনের সংখ্যা বাড়ানো দাবিতে আন্দোলনে নিত্য যাত্রীরা।