কলকাতা পুর নির্বাচনে ভোট দিলেন মমতা ও অভিষেক

কলকাতা পুর নির্বাচনে ভোট দিলেন মমতা ও অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভোট

কলকাতা পুর নির্বাচনে ভোট দিলেন মমতা ও অভিষেক । কড়া নিরাপত্তা সত্বেও বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে শেষ হলো কলকাতা পুরসভা নির্বাচন। রবিবার সকাল থেকে শুরু হয় কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে মোতায়েন করা হয়  ২৩ হাজার ৫০০ রাজ্য পুলিশ। প্রতিটি বুথেই মোতায়েন করা হয়  সশস্ত্র পুলিশ।

 

এদিন ভোট দান করেন পশ্চিমবঙ্গের ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ছিলো ৫২.১৭ শতাংশ।কলকাতা পুরভোটে  ছাপ্পা ভোটে মদতের অভিযোগে  ২৩ নম্বর ওয়ার্ডের মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে চলছিল ছাপ্পা ভোট। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল করেন তৃণমূল প্রার্থী সানওয়ারমল আগরওয়ালের অনুগামীরা, বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ।

 

কলকাতার  ৭১ নম্বর ওয়ার্ডে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেনে বাম প্রার্থী। ভোট লুঠের অভিযোগে সিঁথি থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান  ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। এদিন দুওপুর নাগাদ ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে পারলেন না তিনি।

 

এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হ ওয়ার পরেই পোস্তার ২৩ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  বুথে বহিরাগতদের ঢোকার অভিযোগ, তুমুল উত্তেজনা তৈরি হয়। ১২১ নম্বর ওয়ার্ডের সিরিটি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়ো ভোটার ধরা পড়ে।  একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে  বিজেপি, কংগ্রেস ও বামেরা। কলকাতার ৩৩ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীর এজেন্টকে মারধোর করার ঘটনা ঘটে। এদিনে অ্যাম্বুলেন্সে করে ভোটারদের বিরিয়ানি সাপ্লাই করার অভিযোগ ওঠে বিজেপির দিকে।

 

আর ও   পড়ুন    ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ, আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করে ফেলুন 

 

ভোটে অশান্তির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে যায়  বিজেপির প্রতিনিধি দল।  ছিলেন অগ্নিমিত্রা পাল, শিশির বাজোরিয়া  এদিন ভোট দেন  তৃণমূল বিধায়ক, চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতা পুরভোটে  ভোটের নামে প্রহসন, সন্ত্রাসের অভিযোগে দুপুর ১টা থেকে পশ্চিমবঙ্গ  রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। এদিন ভোট দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।

 

তিনি ভোট দানের পর অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  অভিষেক ব্যানার্জিরা নিরাপত্তা নিয়ে বুথে গিয়ে ভোট দিতে পারেন, আমাকে নিরাপত্তা বাহিনী বাইরে রেখে ভোট দিতে হলো। এদিন কলকাতার চারুচন্দ্র কলেজের কাছে ৮৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনশুশ্রী চট্টোপাধ্যায়ের স্বামীকে মারধর, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। ভোটে সন্ত্রাসের অভিযোগ, বাঘাযতীনে পথ অবরোধ বামেদের।

 

এদিন রণক্ষেত্র হয় ওঠে কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ড, টাকি স্কুলের কাছে বোমাবাজির অভিযোগ, ঘটনায় একজন গুরুতর আহত হন। কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। কংগ্রেস নেতাকে গ্রেপ্তারির হুঁশিয়ারি দেয় পুলিশ।

 

জোড়াবাগান এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধর, আহিরীটোলা বঙ্গ বিদ্যামন্দিরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন ভোটগ্রহণ কেন্দ্র করে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়ে পড়ে। এদিন সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ।  চলে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে মোট প্রার্থীর সংখ্যা ছিলেন ৯৫০ জন। কলকাতা পুর ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ২১ ডিসেম্বর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top