পশ্চিম মেদিনীপুর – রাজ্যজুড়ে কয়েকটি বুথ কমিশনের নজরে রয়েছে, যেখানে মৃত ভোটার নেই বা ঠিকানা পরিবর্তনের তথ্য মেলেনি। এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে রাজ্যের অন্যান্য জেলাতেও এমন কিছু বুথ লক্ষ্য করা গেছে। এর মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথ। এখানে মোট ভোটার ৫১৭, কিন্তু মৃত ভোটারের সংখ্যা শূন্য। তাই প্রশাসনের বিশেষ নজর পড়েছে এই বুথে।
চন্দ্রকোনা পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ২১টি বুথের মধ্যে ২০টি বুথ মিলিয়ে মৃত ভোটারের সংখ্যা ২৪৯। ১৪৮ নম্বর বুথ একমাত্র যেখানে মৃত ভোটার নেই। মোট এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে ৫১৩ জনের। ৪ জন স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন করেছেন। বিধানসভা ভিত্তিক নির্বাচন কমিশনের প্রতিদিনের রিপোর্টেও এই তথ্য উঠে এসেছে।
বিভাগীয় কর্মকর্তা বিএলও বিকাশ লাহা বলেন, “আমার বুথের ভোটার তালিকা পুরো যাচাই করুন, কোনও অসুবিধা নেই। ২০১২ সাল থেকে আমি এই কাজ করছি। কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট পাওয়ার ১৫ দিনের মধ্যে নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এসআইআর শুরু হওয়ার আগেও আমি দু’জন মৃত ভোটারের নাম বাদ দিয়েছি। পৌরসভার ডেথ লিস্ট ও ভোটার তালিকা মিলিয়ে দেখলেই সব স্পষ্ট হবে।” তিনি আরও জানান, এই বিষয়ে কোনও অসন্তোষ নেই।
উত্তম হাতি, গোপালপুর গ্রামের বাসিন্দা, দেড় বছর আগে মারা গেছেন। তাঁর স্ত্রী বন্দনা হাতি জানান, বিএলও এসআইআর শুরু হওয়ার আগেই বাড়িতে এসে স্বামীর তথ্য যাচাই করেছিলেন এবং নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। তারপরও কীভাবে ১৪৮ নম্বর বুথে মৃত ভোটার নেই, তা এখনও বোঝা যাচ্ছে না।




















