ভোটার তালিকা সংশোধনে গাফিলতি বরদাস্ত নয়, মাইক্রো অবজারভারদের কড়া বার্তা সিইও দফতরের

ভোটার তালিকা সংশোধনে গাফিলতি বরদাস্ত নয়, মাইক্রো অবজারভারদের কড়া বার্তা সিইও দফতরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নিযুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় কড়া অবস্থান নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শনিবার মাইক্রো অবজারভারদের উদ্দেশে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, দায়িত্ব পালনে কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না এবং গাফিলতি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সিইও দফতরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্যের সব জেলায় চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলও-দের ডিজিটাল করা এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম ও মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার মিল খতিয়ে দেখা, নোটিসপ্রাপ্ত ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা এবং দাবি ও আপত্তি সংক্রান্ত কাগজপত্র যাচাই করার দায়িত্ব তাঁদের ওপর বর্তায়।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুনানির সময় ভোটারের সঙ্গে এআরও বা ইআরও এবং মাইক্রো অবজারভারের যৌথ গ্রুপ ছবি তোলা বাধ্যতামূলক। ভোটারের স্বাক্ষর ও আঙুলের ছাপ নেওয়ার পরই সেই ছবি আপলোড করতে হবে। ভোটার তালিকা প্রস্তুত বা সংশোধনের ক্ষেত্রে কোনও অসঙ্গতি বা বিচ্যুতি চোখে পড়লে তা অবিলম্বে রিপোর্ট করাও মাইক্রো অবজারভারদের দায়িত্ব বলে জানানো হয়েছে।
তবে নথি অনুযায়ী, রাজ্য জুড়ে শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের দল একাধিক ক্ষেত্রে গুরুতর গাফিলতির প্রমাণ পেয়েছে। অভিযোগ, অনেক জায়গায় ভোটারদের স্বাক্ষর সঠিকভাবে যাচাই করা হয়নি এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না কিছু মাইক্রো অবজারভার।
এই পরিস্থিতিতে সিইও দফতরের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, মাইক্রো অবজারভারদের তাঁদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। দায়িত্বে অবহেলা বা গাফিলতি ধরা পড়লে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে শনিবারই এসআইআর প্রক্রিয়ার ওপর নজরদারি আরও জোরদার করতে চার জন সিনিয়র আইএএস আধিকারিককে বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে এই নিয়োগ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে ওই আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যেই সুব্রত গুপ্ত বিশেষ রোল অবজারভার হিসেবে দায়িত্বে রয়েছেন। নতুন করে নিয়োগপ্রাপ্ত চার আধিকারিক মূলত এসআইআরের আওতায় জমা পড়া নথিপত্র খতিয়ে দেখার কাজ করবেন বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top