রাজ্য – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটার তালিকায় অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে এবং এর পেছনে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তি রয়েছে। তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে হবে।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাঙালি ও বাংলার সম্মানহানি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, রাজ্যের বহু বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় ২০-৩০ শতাংশ অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে, যেখানে সারা দেশের গড় বৃদ্ধি মাত্র ৭ শতাংশ। শুভেন্দুর দাবি, এই বৃদ্ধির পেছনে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের ভূমিকা রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফ ৫৪০০ কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী জমি প্রয়োজন হলেও তা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শুভেন্দুর অভিযোগ রাজ্যে তৃণমূলের ভোটব্যাঙ্ক রাজনীতির দিকে সরাসরি আঙুল তুলছে। এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
