ভোটের আগে আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে কাহালার তৃনমূল অঞ্চল সহ সভাপতি ছেলে। পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র হাতে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে মালদহের রতুয়ার কাহালার তৃনমূল অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারাহাত।
সে ওয়ান শটার হাতে সোশ্যাল মিডিয়াতেও ছবি দিয়েছে।তা এখন গোটা জেলা জুড়েই ভাইরাল হয়ে গিয়েছে।শুধু তাই নয়,এনিয়ে জেলায় জোর বিতর্ক শুরু হয়েছে।স্থানীয় তৃনমূল নেতৃত্ব এনিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে।
গোটা কান্ড নিয়ে ফারাহাতের বাবা অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার এনিয়ে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসছেন।তবে জেলা বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ,সামনে পঞ্চায়েত ভোট সেজন্য ওরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।
সেই জন্য এই ছবি সমাজ মাধ্যমে দিয়েছে। ছেলের এহেন কান্ড নিয়ে বদরুজ্জোহার বলেন,তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।আমাদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য পরিকল্পিত ভাবে এটা করা হচ্ছে।এর জন্য অনেকেই দায়ী । বিজেপির দক্ষিণ মালদহের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, সমানে ভোট তৃণমূলের কোনো জন সমর্থন নেই।সেজন্য মানুষকে ভয় দেখিয়ে ওরা আতঙ্কের সৃষ্টি করতে চাইছে।সেই জন্য এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন,বিষয়টি শুনেছি। খোঁজ নেব।
আরও পড়ুন – শীত পড়তেই হরিশচন্দ্রপুরে আবারও শেয়ালের হামলা,জখম ৫
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র হাতে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে মালদহের রতুয়ার কাহালার তৃনমূল অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারাহাত।সে ওয়ান শটার হাতে সোশ্যাল মিডিয়াতেও ছবি দিয়েছে।তা এখন গোটা জেলা জুড়েই ভাইরাল হয়ে গিয়েছে।শুধু তাই নয়,এনিয়ে জেলায় জোর বিতর্ক শুরু হয়েছে।স্থানীয় তৃনমূল নেতৃত্ব এনিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে।গোটা কান্ড নিয়ে ফারাহাতের বাবা অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার এনিয়ে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসছেন।তবে জেলা বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ,সামনে পঞ্চায়েত ভোট সেজন্য ওরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।সেই জন্য এই ছবি সমাজ মাধ্যমে দিয়েছে। ছেলের এহেন কান্ড নিয়ে বদরুজ্জোহার বলেন,তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।আমাদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য পরিকল্পিত ভাবে এটা করা হচ্ছে।এর জন্য অনেকেই দায়ী । বিজেপির দক্ষিণ মালদহের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, সমানে ভোট তৃণমূলের কোনো জন সমর্থন নেই।সেজন্য মানুষকে ভয় দেখিয়ে ওরা আতঙ্কের সৃষ্টি করতে চাইছে।