ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে বিভ্রান্তির অভিযোগ, বিজেপির ‘ফন্দি’ ফাঁসের দাবি তৃণমূলের

ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে বিভ্রান্তির অভিযোগ, বিজেপির ‘ফন্দি’ ফাঁসের দাবি তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – পশ্চিমবঙ্গে ভোটের আগেই মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রাখতেই বিজেপি একাধিক কৌশল নিয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এই কৌশলগুলির মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নাগরিকত্ব। নাগরিকত্ব দেওয়ার নামে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেই অভিযোগ শাসক দলের।
তৃণমূলের বক্তব্য অনুযায়ী, বিজেপির হাফমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য থেকেই এই পরিকল্পনার সূত্র মিলেছে। এক প্রাক্তন বিজেপি নেতার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, নাগরিকত্ব একটি জটিল বিষয়, তাই এতে সময় লাগবে। কিন্তু তৃণমূলের মতে, এই বক্তব্য আসলে বিজেপির দীর্ঘমেয়াদি চক্রান্তেরই ইঙ্গিত।
তৃণমূলের অভিযোগ, নাগরিকত্বকে সামনে রেখে বিজেপি আসলে ভয়কে হাতিয়ার করে মানুষকে নিয়ন্ত্রণ করতে চাইছে। কাদের ভয়ের মাধ্যমে প্রভাবিত করা যাবে, কাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে—এই চিহ্নিতকরণের কাজই চলছে বলে দাবি করা হয়েছে। নাগরিকত্বের আশ্বাস দিয়ে একদিকে আশা দেখানো, অন্যদিকে অনিশ্চয়তায় রেখে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করাই বিজেপির উদ্দেশ্য বলে তৃণমূলের অভিযোগ।
শাসক দলের আরও দাবি, বাংলায় বিজেপি পরিকল্পিতভাবেই সিএএ সংক্রান্ত কার্যক্রম চালাতে চেয়েছিল। বিজেপি নেতাদের প্রকাশ্য বক্তব্যেই সেই পরিকল্পনার ইঙ্গিত মিলেছে বলে তৃণমূলের বক্তব্য। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুরু থেকেই লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপির এই বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তাদের লক্ষ্য। পাশাপাশি, বাংলার মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও বার্তা দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top