ভোটের আগে মালদহে আগ্নেয়াস্ত্র হাতে বিজেপি নেতা শেখ ইয়াসিনের দাদা। পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র হাতে মালদহের রতুয়ার কাহালার বিজেপি নেতা শেখ ইয়াসিনের দাদা শেখ গেনা। শুধু তাই নয়,একই সঙ্গে আগ্নেয়াস্ত্র হাতে তার সঙ্গে দেখা যাচ্ছে শেখ জাকিরকেও। তারা শটার হাতে সোশ্যাল মিডিয়াতে এই ছবি দিতেই তা এখন গোটা জেলা জুড়েই ভাইরাল হয়ে গিয়েছে।এনিয়ে জেলায় জোর বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এনিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে
তবে জেলা তৃনমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে,সামনে পঞ্চায়েত ভোট।ওদের মানুষের সমর্থন একেবারেই নেই। সেজন্য ওরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। সেই জন্য এই ছবি সমাজ মাধ্যমে দিয়েছে। মালদহ তৃনমূল কংগ্রেসের সভাপতি আবদূর রহিম বক্সি বলেন, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে তারা এগুলি করছে। আমরা আশাবাদী পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। জেলার বিজেপির এক নেতা বলেন,বিষয়টি খোঁজ নেব।
আরও পড়ুন – প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলও স্বেচ্ছাসেবী সংস্থা
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র হাতে মালদহের রতুয়ার কাহালার বিজেপি নেতা শেখ ইয়াসিনের দাদা শেখ গেনা।শুধু তাই নয়,একই সঙ্গে আগ্নেয়াস্ত্র হাতে তার সঙ্গে দেখা যাচ্ছে শেখ জাকিরকেও।তারা শটার হাতে সোশ্যাল মিডিয়াতে এই ছবি দিতেই তা এখন গোটা জেলা জুড়েই ভাইরাল হয়ে গিয়েছে।এনিয়ে জেলায় জোর বিতর্ক শুরু হয়েছে।স্থানীয় বিজেপি নেতৃত্ব এনিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে।তবে জেলা তৃনমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে,সামনে পঞ্চায়েত ভোট।
ওদের মানুষের সমর্থন একেবারেই নেই।সেজন্য ওরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।সেই জন্য এই ছবি সমাজ মাধ্যমে দিয়েছে। মালদহ তৃনমূল কংগ্রেসের সভাপতি আবদূর রহিম বক্সি বলেন,ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে তারা এগুলি করছে।আমরা আশাবাদী পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। জেলার বিজেপির এক নেতা বলেন,বিষয়টি খোঁজ নেব।