নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৩০ শে এপ্রিল : চতুর্থ দফার ভোটে বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, কমিশন প্রতি দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়াচ্ছে। অথচ প্রতি দফায় অশান্তি বাড়ছে। কমিশন ঠিক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারছেন না। তৃণমূল মাদক দ্রব্য খাইয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তাই আমরা নির্বাচন কমিশনকে এই চিঠি দিয়েছি। প্রয়োজন হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুনীল অরোরা কাছেও এই অভিযোগ জানাবেন বলে তিনি জানান।
পাশাপাশি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ৩০-৪০ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে আসার জন্য যোগাযোগ করছে। এই প্রসঙ্গে প্রাক্তণ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী হয়ে এভাবে দল ভাঙানো একেবারে উচিত নয়।