বিহার – নির্বাচনে পরপর হতাশার ঝড়—নিজের পরাজয় এবং দলের ভরাডুবি—এই দ্বিগুণ মানসিক আঘাতের মধ্যেই প্রাণ হারালেন জন সুরাজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিং। শুক্রবার ভোটের ফলপ্রকাশের বিকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৩। পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রশেখরবাবু ছিলেন এলাকার জনপ্রিয় মুখ। প্রশান্ত কিশোরের জন সুরাজ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসেন তিনি। প্রচারের সময় এলাকায় ভালোই সাড়া ফেলেছিলেন, কিন্তু ভোটে বিশেষ সুবিধা করতে পারেননি। তরাই আসনে তাঁর ঝুলিতে এসেছে মাত্র ২,২৭১ ভোট। সেই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত, দ্বিতীয় হয়েছে মহাগठবন্ধন।
প্রচারের সময় থেকেই হৃদরোগে ভুগছিলেন চন্দ্রশেখর সিং। ৩১ অক্টোবর প্রথমবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার ভোটের ফল প্রকাশ্যে আসার পর আবারও তীব্র হৃদরোগে আক্রান্ত হন। দ্বিতীয়বারের এই আঘাতেই তাঁর মৃত্যু হয় হাসপাতালে। পরিবারের দাবি, ভোটে বিপর্যয়ের হতাশা থেকেই অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের আবহ নেমেছে জন সুরাজ শিবিরে।




















