ভোট আসে ভোট যায় হয়না আর পাকা সেতু পাকা সেতুর দাবি দীর্ঘদিন থেকে । ময়নাগুড়ি ব্লক ভোট পার্টি সংলগ্ন বালাসন মোশারফ এর ঘাট পাকা সেতুর দাবি দীর্ঘদিন থেকেই, বারবার এই এলাকার গ্রাম পঞ্চায়েত কে জানিও কোন রকম শুরুহা হয়নি, জানা গেছে এই বাসের সাঁকো দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে,
এই বাশের সাঁকো দিয়ে প্রত্যেকদিন চার থেকে 5টি এলাকার মানুষ পারাপার হয়, বালাসন, পূর্বহার মতি, পাঠানেরডাঙ্গা গ্রাম, কারিয়া বেচা, প্রত্যেকদিন এই গ্রামের বড় থেকে ছোট সবাই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়, জানা গেছে এই বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে একটি প্রাইমারি স্কুল রয়েছে, ও একটি আইসিডিএস সেন্টার রয়েছে,
আরও পড়ুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের, আনন্দে মাতোয়ারা শহরবাসী
আইসিডিএস সেন্টার, ছোট ছোট বাচ্চাদের স্কুল যেতে হলে এই বাসের সাঁকো দিয়ে পার হয়ে যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন এই এলাকার প্রত্যেকটি মানুষ, তাদের একমাত্র রাস্তা এই বাঁশের সাঁকো এই বাঁশের সাঁকো পার হয়েই তাদের নিয়মিত যাতায়াত করতে হয় ,ভোট পার্টি ও ধমনী, তাদের বাজার যাওয়ার জন্য ও বাচ্চাদের স্কুল যেতে হলে, এই বাঁশের সাঁকোটি পার হয়ে যেতে হয় । বন্যার সময় এই বাঁশের সাঁকো ভেসে যায় এর ফলে সমস্যায় পড়তে হয় ইস্কুল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ। তবে এবছর যদি পাকা সেতু দাবি মানা না হয়, তাহলে আগামী দিনে ভোট বয়কোর্ড করবেন বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয় চন্দন রায়। ভোট আসে