বনগাঁয় প্রকাশিত হল ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত হওয়া ৪১ জনের নাম, যারা এখনও ক্ষতিপূরণের টাকা পায়নি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তণ সভাপতি মনস্পতি দেব রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে ৪১ জনের একটি নামের তালিকা দিয়ে দাবি করেছেন ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তরা ক্ষতিপূরণের টাকা পায়নি। পোস্টে তিনি লিখেছেন “”এরা বিজেপি বনগাঁ জেলার হতভাগ্য কর্মী ।
পোষ্ট পোল ভায়োলেন্সে সব হারিয়েছে, দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এদের জন্য ক্ষতিপূরণের টাকা এসছিলো , কিন্ত এরা পায় নি।। এখানে মোবাইল নং দেওয়া আছে যে কেও ভেরিভাই করতে পারেন।। এই আর্থিক দুর্নীতির তদন্ত হওয়া উচিত।। “” ফেসবুক পোষ্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক । বিজেপি বর্তমান সভাপতি জানিয়েছে আমরা লিস্ট রাজ্যে পাঠিয়ে দিয়েছি । পাল্টা তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ জানিয়েছেন বিজেপির এই দুর্নীতি নিয়ে সিবিআই ও ই ডি তদন্ত হওয়া উচিৎ ।
আর ও পড়ুন আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা
উল্লেখ্য, বনগাঁয় প্রকাশিত হল ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত হওয়া ৪১ জনের নাম, যারা এখনও ক্ষতিপূরণের টাকা পায়নি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তণ সভাপতি মনস্পতি দেব রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে ৪১ জনের একটি নামের তালিকা দিয়ে দাবি করেছেন ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তরা ক্ষতিপূরণের টাকা পায়নি। পোস্টে তিনি লিখেছেন “”এরা বিজেপি বনগাঁ জেলার হতভাগ্য কর্মী ।
পোষ্ট পোল ভায়োলেন্সে সব হারিয়েছে, দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এদের জন্য ক্ষতিপূরণের টাকা এসছিলো , কিন্ত এরা পায় নি।। এখানে মোবাইল নং দেওয়া আছে যে কেও ভেরিভাই করতে পারেন।। এই আর্থিক দুর্নীতির তদন্ত হওয়া উচিত।। “” ফেসবুক পোষ্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক । বিজেপি বর্তমান সভাপতি জানিয়েছে আমরা লিস্ট রাজ্যে পাঠিয়ে দিয়েছি । পাল্টা তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ জানিয়েছেন বিজেপির এই দুর্নীতি নিয়ে সিবিআই ও ই ডি তদন্ত হওয়া উচিৎ ।