নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৪ ডিসেম্বর, ভোররাতে জাতীয় সড়কে আটকে গেল প্লেন। দুর্গাপুরের মেনগেটের ঘটনা ঘটল।হঠাৎ মেনগেটের ওভারব্রিজের তলায় আটকে গেল প্লেনের কিছু অংশ।
জানা গিয়েছে, ভারতীয় ডাক বিভাগের বাতিল হওয়া এই প্লেনটি নিয়ে একটি ট্রেলার কলকাতা থেকে রওনা হয়েছিল বিহারের উদ্দেশ্যে। মেনগেটে দুর্গাপুর ইস্পাতের ওভারব্রিজের নীচে আচমকাই আটকে যায় প্লেনটি।এরপরই ঘটনার জেরে ২ নং জাতীয় সড়কের সার্ভিস রোড় যানজট সৃষ্টি হয়।সাথে সাথে উৎসাহী মানুষের ভীড় জমতে থাকে ঘটনাস্থলে ।