ভোররাতে ফের বুনো দাঁতালের তাণ্ডব শালবাড়িতে, মুদিখানার দোকান গুঁড়িয়ে খেল খাবার! বনদপ্তরের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ গ্রামবাসী

ভোররাতে ফের বুনো দাঁতালের তাণ্ডব শালবাড়িতে, মুদিখানার দোকান গুঁড়িয়ে খেল খাবার! বনদপ্তরের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ গ্রামবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জলপাইগুড়ি- জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে ফের বুনো দাঁতাল হাতির হানা। প্রতিদিনের মতো এদিনও মরাঘাট জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরিয়ে আসে বুনো হাতি, আর সেই তাণ্ডবের শিকার হয় উৎপলের মোড় এলাকার একটি মুদিখানার দোকান।

ভোররাতে প্রবল বৃষ্টির মধ্যে আচমকা দোকানে ঢুকে পড়ে বিশাল দাঁতাল হাতিটি। চাল, ডাল, তেল, বিস্কুট সহ দোকানের যাবতীয় খাদ্যসামগ্রী খেয়ে ফেলে বা সঙ্গে করে নিয়ে যায়। শুধু তাই নয়, দোকানের কাঠামোও গুঁড়িয়ে দেয় হাতিটি।

দোকানের মালিক বলেন,
“হাতিটা হঠাৎ করে ঢুকে পড়ে। যা ছিল সব খেয়ে নষ্ট করে দেয়। বনদপ্তরকে ফোন করেছিলাম, কিন্তু কেউ আসেনি।”

স্থানীয় বাসিন্দারাও জানান, হঠাৎ আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় তাদের। বাইরে বেরিয়ে বিশাল দাঁতাল হাতিটিকে তাণ্ডব চালাতে দেখলেও আতঙ্কে কিছু করতে পারেননি কেউ। এর জেরে শালবাড়ি ও চানাডিপা এলাকায় চরম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

এই অঞ্চলে বুনো হাতির আগমনের ঘটনা নতুন নয়। অতীতেও হাতির হানায় প্রাণহানি, স্কুল-আইসিডিএস সেন্টার ধ্বংসসহ বহু ক্ষতির উদাহরণ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ— বনদপ্তরের নিষ্ক্রিয়তাই বারবার পরিস্থিতিকে জটিল করে তুলছে।
তাদের দাবি—

বনদপ্তরকে নিয়মিত টহলের নির্দেশ দিতে হবে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছনোর জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে।

ক্ষতিগ্রস্ত দোকানদার ও অন্যান্য বাসিন্দাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।


বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার এলাকাবাসী কার্যকর পদক্ষেপের দাবিতে সরব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top