
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৫ ই ফেব্রুয়ারি : ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল শিলিগুড়ি রবীন্দ্রনগরের আটটি দোকান। ঘটনার খবর পেয়ে দমকল এর পাঁচটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ কি এখনো স্পষ্ট নয়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন। তবে খবরের দোকান থাকায় গ্যাস সিলিন্ডার বাস্ট করলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালেই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার।



















