নিজস্ব সংবাদদাতা ১৪ই মে ২০২১ কলকাতা:- সল্টলেক বাস ডিপোয় পরিবহন কর্মীরা ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে বলে তাদের অভিযোগ। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল শুক্রবার ভ্যাকসিন দেওয়া হবে সেই অনুযায়ী তারা শুক্রবার যখন এসে উপস্থিত হয় তখন বলা হয় ঈদের জন্য ছুটি সেই কারণে ভ্যাকসিন দেওয়া হবে না, হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে ।
প্রায় 50 জনেরও বেশি ভ্যাকসিন না পেয়ে ফিরে গেছে । আবার কবে ভ্যাকসিন দেওয়া হবে এখনো পর্যন্ত সেটা নির্দিষ্ট করে কেউ জানাতে পারিনি। এদের মধ্যে কেউ কেউ বৃহস্পতিবার ভ্যাকসিন পাননি তাদের কেউ শুক্রবার আস্তে বলা হয়েছিল।
