ভ্যাকেশনে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন সৌরভ-দর্শনা!

ভ্যাকেশনে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন সৌরভ-দর্শনা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউডের অন্যতম পাওয়ার কাপল সৌরভ দাস ও দর্শনা বণিক। দাম্পত্য জীবনের এক বছর কাটিয়ে ফেলেছেন। টলি পার্টি থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই যান তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তাঁরা। এমনকী বিবাহিত জীবনের  নানা মুহূর্তও অনুগামীদের সামনে। কর্ম ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বের করে ভ্যাকেশনে গিয়েছেন জুটি।  

সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দর্শনা। তাঁদের এবারের ডেস্টিনেশন দক্ষিণ ভারত। কেরল ঘুরতে গিয়েছেন তারকা জুটি। মুন্নার থেকে বিভিন্ন লেন্সবন্দি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কখনও তাঁরা জমিয়ে খাচ্ছেন ইডলি, তো কখনও আবার পাহাড়ের মনোরম পরিবেশে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন।
দক্ষিণ ভারতে গিয়ে যেমন সেখানকার খাবার উপভোগ করছেন, সেরকমই সেখানের পোশাকেও সেজেছেন দু’জনে। দর্শনকে দেখা গেল দুধ সাদা রঙের কেরালা কটন শাড়িতে। অন্যদিকে সৌরভের পরনে সাদা ধুতি- পঞ্জাবি। দু’জনকে দেখে মনে হচ্ছে যেন কোনও দক্ষিণ ভারতীয় দম্পতি। কমেন্ট বক্সে প্রশংসা- ভালোবাসায় ভরিয়েছেন সকলের। 
প্রসঙ্গত, একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন একে-অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেন সৌরভ- দর্শনা। প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণতি পায় প্রেমে। টলিপাড়ায় তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে বেশ কিছু মাস আগে। যদিও সেসময় জল্পনা উড়িয়ে প্রেমের সম্পর্কে তাঁরা সিলমোহর দেননি কখনও। এরপর হঠাৎ বিয়ের নিমন্ত্রণপর্ব শুরু হতেই, অনেকেই অবাক হয়েছিলেন। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর দর্শনার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পর্দার ‘মন্টু পাইলট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top