Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Many people did not get vaccinated, country also failed, said Sujan

বহু মানুষ ভ্যাক্সিন পান নি, দেশও রাজ্য ফেল, বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

বহু মানুষ ভ্যাক্সিন পান নি, দেশও রাজ্য ফেল, বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভ্যাক্সিন

বহু মানুষ ভ্যাক্সিন পান নি, দেশও রাজ্য ফেল, বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিজ্ঞাপন আছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। বহু মানুষ ভ্যাক্সিন পান নি। দেশও রাজ্য ফেল। চুড়ান্ত ফেল। বারবার বিশেষজ্ঞরা বলছেন বিপদ বাড়ছে। মৃত্যুর হার বেড়েছে। রাজ্য সরকারের ভুমিকা ঠিক নয়। গঙ্গাসাগর মেলায় করায় ছড়াতে পারে। যদিও মানুষের ভুমিকা সদর্থক। বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

 

সুজন চক্রবর্তী বলেন, বিজেপি পছন্দ না হলে তৃণমূল, তৃণমুল পছন্দ না হলে বিজেপি। চুড়ান্ত নীতিহীনিতা। ক্ষমতার লড়াইয়ে মেতেছে দুই দল।  তিনি বলেন, ভোট পেছানোর কোনো মুল্য নেই। কোভিড আতঙ্কে ভোট হয় না। তখন বিজেপি স্পষ্ট করে কিছু বলেনি। কোর্টের কথা মান্যতা দেয়নি কমিশন। তৃণমূলের বক্তব্যকে মান্যতা দিয়েছে কমিশন।বিধিনিষেধ মূল্যহীন। স্থানীয় বাজার বন্ধ করা হচ্ছে। অথচ মেলা চলছে এটা রাজ্য সরকারের ভুমিকা ঠিক নয়।

 

সুজন বলেন,   সবাইকে টিকা দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বহু মানুষ টিকা পাইনি। তথ্যের কারচুপি করা হচ্ছে।  গোলাম রব্বানি কে? তিনি রাজ্যের এক মন্ত্রী। রাজ্যের শিল্প নিয়ে কোনো আগ্রহ নেই। রাজ্য লুঠ করার তালে আছে।প্যান্ডামিক পরিস্থিতি গঙ্গাসাগর মেলা একটা মডেল বলে সরকারের দাবি। তাকে কটাক্ষ সুজনের। সরকারি অর্থের অপচয়। মানুষ সচেতন বলে স্থানীয় মানুষ সেভাবে বের হননি। বাইরের মানুষও সেভাবে আসেনি।

 

আর ও  পড়ুন    মঙ্গলাহাট খুললেও, প্রথম দিনে সেভাবে দেখা মিলনা খদ্দেরের

 

উল্লেখ্য, বিজ্ঞাপন আছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। বহু মানুষ ভ্যাক্সিন পান নি। দেশও রাজ্য ফেল। চুড়ান্ত ফেল। বারবার বিশেষজ্ঞরা বলছেন বিপদ বাড়ছে। মৃত্যুর হার বেড়েছে। রাজ্য সরকারের ভুমিকা ঠিক নয়। গঙ্গাসাগর মেলায় করায় ছড়াতে পারে। যদিও মানুষের ভুমিকা সদর্থক। বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।সুজন চক্রবর্তী বলেন, বিজেপি পছন্দ না হলে তৃণমূল, তৃণমুল পছন্দ না হলে বিজেপি। চুড়ান্ত নীতিহীনিতা। ক্ষমতার লড়াইয়ে মেতেছে দুই দল।

 

তিনি বলেন, ভোট পেছানোর কোনো মুল্য নেই। কোভিড আতঙ্কে ভোট হয় না। তখন বিজেপি স্পষ্ট করে কিছু বলেনি। কোর্টের কথা মান্যতা দেয়নি কমিশন। তৃণমূলের বক্তব্যকে মান্যতা দিয়েছে কমিশন।বিধিনিষেধ মূল্যহীন। স্থানীয় বাজার বন্ধ করা হচ্ছে। অথচ মেলা চলছে এটা রাজ্য সরকারের ভুমিকা ঠিক নয়।  সুজন বলেন,   সবাইকে টিকা দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বহু মানুষ টিকা পাইনি। তথ্যের কারচুপি করা হচ্ছে।  গোলাম রব্বানি কে?

 

সুজন বলেন,   তিনি রাজ্যের এক মন্ত্রী। রাজ্যের শিল্প নিয়ে কোনো আগ্রহ নেই। রাজ্য লুঠ করার তালে আছে।প্যান্ডামিক পরিস্থিতি গঙ্গাসাগর মেলা একটা মডেল বলে সরকারের দাবি। তাকে কটাক্ষ সুজনের। সরকারি অর্থের অপচয়। মানুষ সচেতন বলে স্থানীয় মানুষ সেভাবে বের হননি। বাইরের মানুষও সেভাবে আসেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top