ভ্যাক্সিনেশন কেন্দ্র ঘুরে দেখলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী

ভ্যাক্সিনেশন কেন্দ্র ঘুরে দেখলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভ্যাক্সিনেশন

ভ্যাক্সিনেশন কেন্দ্র ঘুরে দেখলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী।  উত্তর ২৪পরগনা জেলার অশোকনগরে   ১৫ থেকে ১৮  বছর ছাত্রীদের চলছে ভ্যাকসিনেশন। এদিন ভ্যাক্সিনেশন কেন্দ্র ঘুরে দেখলেন স্থানীয় অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে ১৫ থেকে  ১৮  বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশন। শুক্রবার অশোকনগর কল্যাণগড় বালিকা বিদ্যালয়ে ১৫ থেকে  ১৮ বছর বয়সী ছাত্রীদের চলছে ভ্যাকসিনেশন।

 

ছাত্রীদের ভ্যাক্সিনেশন দেখতে হঠাৎ হাজির হন অশোকনগরের  বিধায়ক নারায়ন গোস্বামী। বিধায়ককে কাছে পেয়ে খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রীরা সকলেই। এদিন ৩০০ জন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হবে এমনটাই জানান বিধায়ক। কিছুটা আতঙ্কের মধ্যে থাকলেও ভ্যাকসিন পাওয়ার পর কিছুটা আতঙ্ক মুক্ত এবং খুশি ছাত্রীরা এমনটাই জানালেন তারা।

 

এদিকে, ,দেশের করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার কোনও ইঙ্গিত মিলছে না। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০। বাড়ল সংক্রমণের হারও। পজিটিভিটি রেট বেড়ে হল ১৬.৬৬ শতাংশ। উল্লেখ্য, প্রতিদিনই সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে‌। সুস্থতার হার কমে ৯৪.৮৩ শতাংশ।

 

আর ও পড়ুন    ডানলপ থেকে বিরল প্রজাতির কচ্ছপ সহ চারজন গ্রেফতার

 

এদিকে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৪১। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লিতে। অ্যাক্টিভ কেসের নিরিখে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। নতুন করে এরাজ্যে ২৩ হাজার ৬৪৫ জন সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৪৩ হাজার ১১১ জন।

 

গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। মৃত্যু হয়েছে ৪০২ জনের। অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। তবে যে হারে সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে তা নিয়ে আশঙ্কা আরও বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top