পেট্রোল-ডিজেল থেকে ভ্যাট তুলে নেওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি

পেট্রোল-ডিজেল থেকে ভ্যাট তুলে নেওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভরসা

পেট্রোল-ডিজেল থেকে ভ্যাট তুলে নেওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি। শনিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছুদিন আগে পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমিয়ে দেশবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে কেন্দ্র। জ্বালানির উপরে ভ্যাট কমানোর পর সেই পথে হেঁটেছে দেশের ২২ রাজ্য। ব্যতিক্রম বাংলা সহ দেশের ১৪ রাজ্য। এনিয়ে এবার রাজ্যের উপরে চাপ বাড়ানোর কৌশল নিল মোদী সরকার। জ্বালানির দাম নিয়ে নাস্তানাবুদ দেশের মানুষ। এ ব্যাপারে আজ রাজ্যের সমস্ত জেলায় সাংবাদিক সম্মেলন করেছে বিজেপি।

 

শিগগিরি রাজ্য জুড়ে পথে নামবে বিজেপি। জানিয়ে দিয়েছে দল। এদিন সুকান্তবাবু সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পেট্রোপণ্যের দাম কমানোর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্যই পেট্রোপণ্যের দাম কিছুটা হলেও কেন্দ্র সরকার কমিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে-এর দাবি, উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-সহ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাগুলি বেশ কয়েক মাস ধরে গাড়িতে ব্যবহৃত জ্বালানির দাম পরিশোধ করছে না। অথচ তৃণমূলের নেতামন্ত্রীরা তাঁদের বাড়ির সামনে ও এলাকায় নিজেদের ছবি দিয়ে সরকারি টাকা খরচ করে বড় বড় ব্যানার পোস্টার টাঙিয়েছেন। অবিলম্বে এসব বন্ধের দাবি করেছে তিনি।

 

শনিবার পিআইবি বিবৃতি জারি করে জানিয়েছে, কেন্দ্র উত্পাদন শুল্ক কম করার পর কর কমিয়েছে ২২ রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু পেট্রোপণ্যের উপর থেকে কর কমায়নি বাংলা সহ ১৪ রাজ্যে। যেসব রাজ্য কর কম করেনি তাদের নাম প্রকাশ করেছে কেন্দ্র। বাংলার সঙ্গে নাম রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরল, মেঘালয়, পঞ্জাব, রাজস্থান-সহ একাধিক রাজ্যের। এনিয়ে এবার সরব হলেন দিলীপ ঘোষ। কেন্দ্র সরকারের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সেইজন্য সাধারণ মানুষকে তারা কিছুটা স্বস্তি দিচ্ছেন। পেট্রোপণ্য, ভোজ্য তেলে শুল্ক কমান হচ্ছে। কিন্তু যারা এতদিন সাধারণ মানুষের জন্য কেঁদে ভাসাচ্ছিলেন সেই বিরোধী সরকারগুলে কেন কমাচ্ছে না।

 

আর ও  পড়ুন     লজ্জা না পেয়ে দল ছেড়ে দিন! তথাগতকে পাল্টা আক্রমণ দিলীপের

 

বিজেপি শাসিত সব রাজ্য দাম কমিয়েছে। কিন্তু বিরোধী শাসিত রাজ্যগুলো কমায়নি। পশ্চিমবঙ্গ সরকারের কানে এখনও জল ঢোকেনি। মানুষের কষ্ট নিয়ে যাদের এত চিন্তা তারা এক পয়সাও কমাতে চান না। দুবছর আগে এক টাকা কমিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। এখন ওবার সেই দায়িত্ব পালন করুন! এছাড়াও এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, এতদিন কেন্দ্র সরকার সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দিয়েছে। এবার দিদি দেখবেন মানুষকে। এটা তাঁর কর্তব্য। তিনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা জীবন মানুষকে বিনামূল্যে রেশন দেবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top