ভ্যাট মুক্ত শহর হবে হাওড়া, উদ্যোগ পুরসভার

ভ্যাট মুক্ত শহর হবে হাওড়া, উদ্যোগ পুরসভার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভ্যাট মুক্ত শহর হবে হাওড়া, উদ্যোগ পুরসভার। ভ্যাট মুক্ত শহর হবে হাওড়া। উদ্যোগ হাওড়া পুরসভার। ইতিমধ্যেই হয়েছে একপ্রস্ত বৈঠক। এনিয়ে পুরনিগমের বৈঠক প্রসঙ্গে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, হাওড়া পুরনিগমের কনজারভেন্সি দপ্তরের পক্ষ থেকে কয়েকটি ওয়ার্ডে আবর্জনা সংগ্রহ করা হবে যাতে ভ্যাটগুলোতে আর আবর্জনা না পড়ে।

 

এর জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। ৮টা ওয়ার্ডে কাজ চলছে। পুরনিগমের লক্ষ্য হাওড়াকে ভ্যাট ফ্রি করা। এর পাশাপাশি রাস্তায় যাতে আবর্জনা না থাকে তা দেখা। এই মাসের মধ্যেই ৮, ৪০ এবং ৪৪ নং এই তিনটি ওয়ার্ডে এই কাজ শুরু হবে। সেই নিয়ে এদিন এক বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় সকাল ৬টা থেকে ১২টার মধ্যে ২ বার করে গিয়ে বাড়িতে যেসব আবর্জনা থাকবে সেগুলো সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। এইভাবে ধাপে ধাপে ভ্যাটের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী

যেসব জায়গায় সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হবে সেইসকল জায়গা থেকে ভ্যাট তুলে দেওয়া হবে। এতে রাস্তায় কোথাও ময়লা থাকবে না। জনসাধারণের কাছে অনুরোধ যে সময় আবর্জনা পুরনিগমের লোকেরা বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করতে যাবে তখন তাঁদের যাতে সহায়তা করা হয়। এতে হাওড়া শহর অনেক বেশি পরিষ্কার থাকবে। যেকোনও সময় আবর্জনা রাস্তায় না ফেলে বাড়িতে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। নভেম্বরের মধ্যে আরও ৩টে ওয়ার্ড এই কাজ শুরু করে দেওয়া হবে। আস্তে আস্তে হাওড়া শহরের সব ওয়ার্ডেই এই কাজ হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top