ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা

ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভ্রাম্যমাণ

ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য দপ্তর ,কেয়ার এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবার ভ্রাম্যমাণ লঞ্চ এর মাধ্যমে সুন্দরবনের ২৯ টি গ্রাম পঞ্চায়েতের ৭২ টি গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবার কাজ।

 

সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিডিও জেটিঘাটে রাজ্য সরকার ও কেয়ার ইন্ডিয়া এবং শিস এর যৌথ উদ্যোগে সুন্দরবনের জল পথে শুভ সূচনা হল মোবাইল ভ্যাকসিন নৌকার।এদিন মোবাইল ভ্যাকসিন নৌকার শুভ সূচনা করেন গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী,উপস্থিত ছিলেন গোসাবা জয়েন্ট বিডিও মইদুল ইসলাম, কেয়ার ইন্ডিয়ার ম্যানেজার বাসব রুজ,শিসের কর্ণধার এম এ ওহাব প্রমূখ।

 

সুন্দরবনের গোসাবা ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে সাধারণ মানুষজন।এই ভ্রাম্যমাণ নৌকায় সব ধরনের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকছে।পাশাপাশি ক্লিনিকের ও পরিষেবা থাকছে এই নৌকায়।

 

আর ও পড়ুন      ড্রেন ও রাস্তার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ রাজারহাট নিউটাউনে

 

উল্লেখ্য, ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য দপ্তর ,কেয়ার এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবার ভ্রাম্যমাণ লঞ্চ এর মাধ্যমে সুন্দরবনের ২৯ টি গ্রাম পঞ্চায়েতের ৭২ টি গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবার কাজ। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিডিও জেটিঘাটে রাজ্য সরকার ও কেয়ার ইন্ডিয়া এবং শিস এর যৌথ উদ্যোগে সুন্দরবনের জল পথে শুভ সূচনা হল মোবাইল ভ্যাকসিন নৌকার।

 

এদিন মোবাইল ভ্যাকসিন নৌকার শুভ সূচনা করেন গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী,উপস্থিত ছিলেন গোসাবা জয়েন্ট বিডিও মইদুল ইসলাম, কেয়ার ইন্ডিয়ার ম্যানেজার বাসব রুজ,শিসের কর্ণধার এম এ ওহাব প্রমূখ। সুন্দরবনের গোসাবা ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে সাধারণ মানুষজন।

 

এই ভ্রাম্যমাণ নৌকায় সব ধরনের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকছে।পাশাপাশি ক্লিনিকের ও পরিষেবা থাকছে এই নৌকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top