ভ্রাম্যমান লাইব্রেরি আবারও চালু হবে, আশ্বাস গ্রন্থাগার মন্ত্রীর। ২৮তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধনে এসে জেলার মাল্টিপারপাজ ভবনে ধুলোয় পড়ে থাকা ভ্রাম্যমান লাইব্রেরি আবারও চালু হবে বলে আশ্বাস দিলেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উল্লেখ্য ,উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে গ্রন্থাগারের সুবিধা পৌঁছে দিতে চালু হওয়া ভ্রাম্যমাণ গ্রন্থাগার ‘ঘরে বাইরে’ চালু হয় ২০১৮ সালে। কিন্তু সেই গাড়ি ধুলোয় ঢাকা পড়ে থাকার খবর প্রকাশিত হয় দিন কয়েক আগেই। এদিন মন্ত্রীর আশ্বাস দিয়ে বলেন, এটা স্থানীয় সমস্যা, মিটে যাবে। পাশাপাশি, রাজ্য সরকার পড়ুয়াদের হাতে স্মার্টফোন তুলে দিলেও সেই স্মার্টফোনের ব্যবহার কমাতে এদিন পরামর্শ দিলেন তিনি।
এদিন রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের মাঠে শুরু হওয়া বইমেলায় একটি বৃক্ষরোপণ ফিতে কেটে মেলার সূচনা করেন মন্ত্রী সিদ্দিকুল্লা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এ ডি এম অভিষেক চৌরাসিয়া, সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, মেম্বার সাধন বর্মন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখার্জি, বিদ্যাচক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, সমগ্র শিক্ষা মিশনের জেলা সমন্বয়ক সোমনাথ চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন – ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া
উল্লেখ্য, ২৮তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধনে এসে জেলার মাল্টিপারপাজ ভবনে ধুলোয় পড়ে থাকা ভ্রাম্যমান লাইব্রেরি আবারও চালু হবে বলে আশ্বাস দিলেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উল্লেখ্য ,উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে গ্রন্থাগারের সুবিধা পৌঁছে দিতে চালু হওয়া ভ্রাম্যমাণ গ্রন্থাগার ‘ঘরে বাইরে’ চালু হয় ২০১৮ সালে। কিন্তু সেই গাড়ি ধুলোয় ঢাকা পড়ে থাকার খবর প্রকাশিত হয় দিন কয়েক আগেই। এদিন মন্ত্রীর আশ্বাস দিয়ে বলেন, এটা স্থানীয় সমস্যা, মিটে যাবে।
পাশাপাশি, রাজ্য সরকার পড়ুয়াদের হাতে স্মার্টফোন তুলে দিলেও সেই স্মার্টফোনের ব্যবহার কমাতে এদিন পরামর্শ দিলেন তিনি। এদিন রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের মাঠে শুরু হওয়া বইমেলায় একটি বৃক্ষরোপণ ফিতে কেটে মেলার সূচনা করেন মন্ত্রী সিদ্দিকুল্লা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এ ডি এম অভিষেক চৌরাসিয়া, সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, মেম্বার সাধন বর্মন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখার্জি, বিদ্যাচক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, সমগ্র শিক্ষা মিশনের জেলা সমন্বয়ক সোমনাথ চক্রবর্তী প্রমুখ।