ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ ভক্ত চৌপথি এলাকার একটি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ ভক্ত চৌপথি এলাকার একটি দোকান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ ভক্ত চৌপথি এলাকার একটি দোকান। জানা যায়,বৃহস্পতিবার সকালে ভক্ত চৌপথির রাকেশ শা-র পান দোকানে হঠাৎ আগুন লেগে যায়। পুড়ে যায় দোকানের সব জিনিসপত্র। আগুনের ধোঁয়া দেখে ভক্ত চৌপথি এলাকার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভাতে শুরু করে। জয়গাঁ দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়।

 

ঘটনার এক ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে বলে অভিযোগ স্থানীয়দের। দমকলকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। দোকানের মালিক রাকেশ শা জানান,”আমার স্ত্রী তেলেভাজা বানানো শুরু করেছিল সে সময় গ্যাস ওভেনে আগুন লেগে যায়।দোকান ছেড়ে তারা বাইরে চলে আসেন। এ রপর স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হল আমাদের।” আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় বিবেক সাহার সাথে অগ্রজ রায়ের রিপোর্ট।

আরও পড়ুন – নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ ভক্ত চৌপথি এলাকার একটি দোকান। জানা যায়,বৃহস্পতিবার সকালে ভক্ত চৌপথির রাকেশ শা-র পান দোকানে হঠাৎ আগুন লেগে যায়।পুড়ে যায় দোকানের সব জিনিসপত্র। আগুনের ধোঁয়া দেখে ভক্ত চৌপথি এলাকার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভাতে শুরু করে। জয়গাঁ দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়।

 

ঘটনার এক ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে বলে অভিযোগ স্থানীয়দের।দমকলকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। দোকানের মালিক রাকেশ শা জানান,”আমার স্ত্রী তেলেভাজা বানানো শুরু করেছিল সে সময় গ্যাস ওভেনে আগুন লেগে যায়। দোকান ছেড়ে তারা বাইরে চলে আসেন। এরপর স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হল আমাদের।” আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় বিবেক সাহার সাথে অগ্রজ রায়ের রিপোর্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top