ভয়াবহ আগুন বৃষ্টি বাঁচিয়ে দিল বড়সড় দুর্ঘটনা থেকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে বেলায় পাত্রসায়ের থানার রসুলপুর বাজারে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে রসুলপুর বাজারে ঠিক পিছনে একটি বড় মাপের ধানের গোলায় আগুল লাগে। এরপরে বাতাসের তেজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা খড়ের গাদায়। দ্রুত গতিতে জ্বলতে থাকে আগুন। আর তীব্র ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে। এলাকায় মানুষ ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তেজ বেশী থাকায় আগুন নিয়ন্ত্রন করতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসী ও পুলিশ কে।
খবর দেওয়া দমকলে। এদিকে আগুনের লেলীহান শিখা গ্রাস করতে এগিয়ে আসে বাজারের দিকে ততক্ষনে একটি ধানের গোলা, দুটি খড়ের পালুই পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন যখন বাজারকে গ্রাস করতে ধেয়ে আসে তখন নেমে আসে ঝেঁকে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে বড়সড় দুর্ঘটনার থেকে বরাত জোরে বাঁচল রসুলপুর বাজার। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও তার আগে বৃষ্টি বাঁচাল আগুন থেকে এলাকাকে। মনে করা হচ্ছে তারের শর্ট সার্কিট থেকে খড়ে আগুন ধরে আগুন লাগার এই ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ভয়াবহ আগুন বৃষ্টি বাঁচিয়ে দিল বড়সড় দুর্ঘটনা থেকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে বেলায় পাত্রসায়ের থানার রসুলপুর বাজারে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে রসুলপুর বাজারে ঠিক পিছনে একটি বড় মাপের ধানের গোলায় আগুল লাগে। এরপরে বাতাসের তেজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা খড়ের গাদায়। দ্রুত গতিতে জ্বলতে থাকে আগুন। আর তীব্র ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে। এলাকায় মানুষ ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তেজ বেশী থাকায় আগুন নিয়ন্ত্রন করতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসী ও পুলিশ কে। খবর দেওয়া দমকলে।
আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও, দুই মেধাবী ছাত্রীর দুশ্চিন্তায় দিনমজুর বাবা
এদিকে আগুনের লেলীহান শিখা গ্রাস করতে এগিয়ে আসে বাজারের দিকে ততক্ষনে একটি ধানের গোলা, দুটি খড়ের পালুই পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন যখন বাজারকে গ্রাস করতে ধেয়ে আসে তখন নেমে আসে ঝেঁকে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে বড়সড় দুর্ঘটনার থেকে বরাত জোরে বাঁচল রসুলপুর বাজার। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও তার আগে বৃষ্টি বাঁচাল আগুন থেকে এলাকাকে। মনে করা হচ্ছে তারের শর্ট সার্কিট থেকে খড়ে আগুন ধরে আগুন লাগার এই ঘটনা ঘটেছে।